Techno Header Top and Before feature image

ফায়ার সার্ভিসের নম্বর মিলবে অ্যাপে

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যান্ত্রিক কারণে কিংবা দুর্ঘটনাবশত অনেক সময় বাসা-বাড়ি, হাসপাতাল কিংবা কল-কারখানায় আগুন লাগতে পারে। সে সময় প্রয়োজন দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া। তবে অনেক সময় কাছের স্টেশনের নম্বর পাওয়া যায় না।

এমন পরিস্থিতিতেও সহায়ক হয়ে উঠতে পারে হাতের স্মার্টফোনটি। হতে পারে বিপদের বন্ধু। তবে এজন্য একটি অ্যাপ ইন্সটল থাকতে হবে। তাহলে নম্বর লিখে রাখার ঝামেলা বা নোটবুক খোঁজার বিড়ম্বনায় পড়তে হবে না।

‘বিডি ফায়ার সার্ভিস ফোনবুক’ নামের অ্যাপ্লিকেশনটি অনেক কাজে দেবে। এতে খুব সহজে দেশের সব ফায়ার সার্ভিসের নম্বর খুঁজে পাওয়া যাবে। শুধু হাতের স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড হতে হবে।

আরো পড়ুনঃ  সব ব্যাংক ও এটিএমের ঠিকানা নিয়ে অ্যাপ

Untitled

এক নজরে অ্যাপটির ফিচারগুলো
১. দেশের সব ফায়ার সার্ভিস স্টেশনের নম্বরসহ অধিদফতরের কর্মকর্তা, ওয়্যার হাউজ ইন্সপেক্টর, ট্রেনিং কমপ্লেক্স কর্মকর্তাদের ব্যবহৃত সরকারি নম্বর রয়েছে এতে।

২. এতে রয়েছে সার্চ সুবিধা। যার ফলে সহজেই বিভাগ, জেলা, স্টেশনের নাম সার্চ করে প্রয়োজনীয় নম্বরটি পাওয়া যাবে।

৩. আগুন লাগলে করণীয় বিষয় এবং প্রাথমিক চিকিৎসার বিভিন্ন দিকও তুলে ধরা হয়েছে এতে।

অ্যাপ্লিকেশনটি এ ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

আরো পড়ুনঃ

*

*

আরও পড়ুন