Techno Header Top

ডিসকাউন্ট মেলা শুরু, প্রযুক্তি পণ্যে ছাড়ের ছড়াছড়ি

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নানা প্রযুক্তি পণ্যে বিশাল ছাড় নিয়ে দেশে প্রথম বারের মতো শুরু হলো ‘ডিসকাউন্ট ফেয়ার – ২০১৪। বৃহস্পতিবার সকালে রাজধানীর সামরিক জাদুঘরে চার দিনব্যাপী এ মেলা শুরু হয়।

এক্সপো মেকারের আয়োজনে এ মেলার বিশেষ আকর্ষণ সব পণ্যেই ডিসকাউন্ট। মেলায় ১৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ। এছাড়া তোশিবা ১৮ হাজার, ১৯ হাজার ৫০০ টাকায় স্মার্ট, ১৯ হাজার ৯৯০ টাকায় ডেলের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এসব ছাড়াও অন্যান্য সব ব্র্যান্ডের প্রযুক্তি পণ্যেই দেয়া হচ্ছে ডিসকাউন্ট।

Untitled-1

মেলায় ই কর্মাস সাইট ওখানেই ডটকমের স্টলে মোবাইল পাওয়া যাচ্ছে মাত্র ৭০০ টাকায়।

এছাড়া দর্শনার্থীদের জন্য শুরু হয়েছে গেইমিং প্রতিযোগিতা। একটি সুবিশাল গেইমিং জোনে গেইম খেলে গেইমাররা জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার।  শুক্রবার ও শনিবার রয়েছে ফ্রিল্যান্সারদের জন্য আউটসোর্সিং বিষয়ক সেমিনার। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এ সেমিনারের আয়োজক।

মেলায় ই-কমার্স, আইটি-টেলিকমের মধ্যে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, এইচটিএস কর্পোরেশন, জেডকাইট, আরএস টেকনোলজিস, ডিএক্স জেনারেল, সিমেন্স বাংলাদেশ, এন্টিভাইরাস ওয়েবরুট, ওখানেই ডটকমসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলার টাইটেল স্পন্সর এডুমেকার, কো-স্পন্সর নিউজ পোর্টাল টেকশহর ডটকম ও ঢাকা ফুডিস। অটোমোবাইল জোন স্পন্সরে আছে ই-কর্মাস সাইট কারমুডি।

মেলায় প্রবেশ মূল্য ২৫ টাকা। কিন্তু এই মূল্যে রয়েছে ৫ টাকা ছাড়। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

-তুসিন আহমেদ

আরো পড়ুনঃ

*

*

আরও পড়ুন