রিকানেক্ট চ্যালেঞ্জের ফাইনালে বাংলাদেশী অ্যাপ

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের মর্যাাদপূর্ণ অ্যাপ প্রতিযোগিতার আসর রিকানেক্ট চ্যালেঞ্জের ফাইনালে লড়বে বাংলাদেশী অ্যাপ। আমেরিকার স্টেটস ডিপার্টমেন্ট ও বিশ্বখ্যাত বিজ্ঞান সহায়তাকারী প্রতিষ্ঠান সিআরডিএফ গ্লোবাাল আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলদেশের মনিকো টেকনোলজিসের ‘ফাইন্ডার’ জিপিএস ট্র্যাকিং অ্যাপটি শীর্ষ দশে জায়গা করে নিয়েছে।

আগামী ২৫ নভেম্বর নেপালের কাঠমান্ডুতে দুই দিনব্যাপী রিকানেক্ট চ্যালেঞ্জের ফাইনাল অনুষ্ঠিত হবে।

car

Techshohor Youtube

মনিকো ট্যাকনোলজিসের পরিচালক এবং সিওও এম সাখাওয়াত সোবহান গোর্কি টেকশহরডটকমকে বলেন, এ বছর অগাস্টে এক সেমিনারের পর আমরা অ্যাপটি সাবমিট করি। সেখানে প্রতিটি কোম্পানি শুধু একটি মাত্র অ্যাপ সাবমিট করতে পারবে- এমন শর্ত ছিল। বিশ্বের বিভিন্ন দেশের ২৩০ টি অ্যাপকে টপকে আমরা শীর্ষ দশে স্থান পেয়েছি। বাংলাদেশে কোন অ্যাপের ক্ষেত্রে এমন সফলতা এটাই প্রথম।

ফাইন্ডার ট্র্যাকিং অ্যাপটিতে সংযুক্ত থাকলে এর কমিউনিটির সবার লোকেশন চিহ্নিত করা থাকবে। এছাড়া অ্যাপটি দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের পার্কিংয়ে গাড়ি ব্যবস্থাপনা, ট্যাক্সি ভাড়া করা, নৌ-ব্যাবস্থাপনা এবং অন্যান্য যানবাহন ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে যানযটের অবস্থা দেখা যাবে।

অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।

রিকানেক্ট চ্যালেঞ্জে অংশগ্রহন করার জন্য বাংলাদেশ থেকে এই একটি অ্যাপই নির্বাচিত হয়েছিল। বাংলাদেশ, কাজাখাস্তান, ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কাসহ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার (এসসিএ) অন্তর্ভূক্ত ১২ টি দেশের ২৩০ অ্যাপের মধ্যে ১৩টিকে নির্বাচিত করা হয়েছিল। এরমধ্যে আয়োজক দেশ হিসাবে নেপালের তিনটি বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়।

প্রতিযোগিতায় অ্যাপের বাজার আকর্ষণ করার সম্ভাবনা, মানুষের প্রয়োজনীয়তা ও সমস্যার সমাধান করার সক্ষমতা এবং সরবরাহ করার দক্ষতার মূল্যায়ন করা হয়েছে।

ফাইনালে চ্যালেঞ্জের শীর্ষ তিনটি অ্যাপ নির্মাতা কোম্পানি ইউরোপে টেক ক্রাঞ্চ ডিজরাপ্ট ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবেন।

– আল অামীন দেওয়ান

*

*

আরও পড়ুন