অ্যান্ড্রয়েড ডেভেলপারদের জন্য গুগল প্লের নতুন ফিচার

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যান্ড্রয়েড নির্মাতাদের জন্য সুখবর নিয়ে এসেছে গুগল। দীর্ঘদিনের কাংখিত গুগল প্লে সেবায় ডেভেলপারদের জন্য আপডেট নিয়ে এসেছে কোম্পানিটি। নতুন ৬.৫ সংস্করণটিতে গুগল ম্যাপ, ড্রাইভ, ওয়ালেট এবং ফিট ফিচারগুলো যুক্ত করা হয়েছে।

Untitled-1

আপডেটটি আগামী কয়েকদিনের মধ্যেই চালু হবে বলে জানিয়েছে গুগল। এতে একটি ম্যাপ টুলবার থাকবে যা দিয়ে ব্যবহারকারীরা কোন একটি জায়গার অবস্থান নির্ণয় করতে পাররেন।

Techshohor Youtube

এ ছাড়া এতে ‘লাইট’ নামের একটি নতুন অপশন থাকবে, যেটি প্রয়োজন মতো অ্যাপে থাকা ছোট বিটম্যাপ ইমেজটির অবস্থানটিও নির্দেশ করতে পারবে।

একই সঙ্গে গুগল ড্রাইভে নতুন করে থাকছে ফাইল সিংক্রোনাইজ ব্যবস্থা। এটি স্মার্টফোনের ব্যাটারির জন্যও সহায়ক।

এসব নতুন ফিচারের পাশাপাশি বিভিন্ন অ্যাপে তথ্য সেইভ করাসহ অ্যাপ সার্চেও উন্নয়ন ঘটানো হয়েছে। গুগল ওয়ালেটে আগের ‘বাই উইথ গুগল’ এর সঙ্গে ‘ডানেট উইথ গুগল’ যুক্ত হয়েছে।

গুগল ফিটের মাধ্যমে ডেভেলপাররা ব্যায়াম বা ওয়ার্কআউট অ্যাপের মাধ্যমে তাদের কার্যবিধি বিভিন্ন অংশে যুক্ত করতে পারবেন। বিভিন্ন কার্যকলাপ নিরূপনের পাশাপাশি নতুন আপডেটটি ব্যায়ামের সময় কখন থামতে হবে তাও নির্দেশ করবে।

আরো পড়ুনঃ

 

দ্য নেক্সট ওয়েব অবলম্বনে ফখরুদ্দিন মেহেদী

*

*

আরও পড়ুন