Techno Header Top and Before feature image

ঢাবিতে বিডিজবসের ক্যাম্পাস ক্যারিয়ারে ৮ হাজার সিভি

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সোমবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিডিজবস ক্যাম্পাস ক্যারিয়ার উৎসব। শুরুর দিনই দুই শতাধিকেরও বেশি পদে প্রায় আট হাজারের মতো সিভি জমা পড়েছে।

ঢাবির নওয়াব আলী চৌধুরী সিনেট বিল্ডিংয়ে শুরু হওয়া এ উৎসবে দেশের প্রায় ৩৫টির মতো প্রতিষ্ঠান বিভিন্ন পদে সিভি আহবান করে।

bdjob33

বিডি জবসের ব্যবস্থাপক (সেলস এন্ড মার্কেটিং) প্রকাশ রায় চৌধুরী টেক শহরকে জানিয়েছেন, ‘শুরুর দিনই চাকরি প্রার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিকেল চারটা পর্যন্ত জমা পড়া প্রায় আট হাজারের মতো সিভির মধ্য থেকে দু’ হাজারের মতো আবেদনকারীকে সাক্ষাতকারের জন্য ডাকা হবে।’

তিনি আরও জানিয়েছেন, ‘এরই মধ্যে জমা পড়া সিভি বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে তারা বাছাই করে নির্বাচিতদের সাক্ষাতকার নেবেন। উৎসবের শেষ দিন মঙ্গলবার সাক্ষাতকার শেষে তাদের চাকরি দেয়া হবে।’

বিডিজবসের সিইও ফাহিম মাশরুর জানান, ‘বিশ্ববিদ্যালয়ে যারা ফ্রেশার তারা মূলত চাকরির ক্ষেত্রে অন্যান্যদের মতো সুযোগ পান না। তাদের সুযোগ করে দিতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।’

ঢাবি ছাড়াও দেশের সাতটি ক্যাম্পাসে এই ক্যারিয়ার উৎসব করবে বিডিজবস। পরবর্তী উৎসব বসবে ইস্ট- ওয়েস্ট ইউনিভার্সিটিতে। এরপর পর্যায়ক্রমে বসবে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

-সাইমুম সাদ।

*

*

আরও পড়ুন