নেটগিয়ার ব্র্যান্ডের ওয়্যারলেস রাউটার বাজারে

নেটগিয়ার-রাউটার-টেকশহর

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নেটগিয়ার ব্র্যান্ডের ডুয়ালব্যান্ড-এরএন৬০০ ওয়্যারলেস রাউটার দেশের বাজারে পাওয়া যাচ্ছে।

ডব্লিউএনডিআর৩৪০০ মডেলের রাউটারটি এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস।

নেটগিয়ার-রাউটার-টেকশহর

Techshohor Youtube

৫টি ফার্স্ট ইথারনেট পোর্ট সমৃদ্ধ এই রাউটার ৮০২.১১এ/বি/জি/এন৬০০ এমবিপিএস সাপোর্ট করে।

এ ছাড়াও এতে রয়েছে সহজে স্টোরেজ ডিভাইস শেয়ার উপযোগী একটি ইউএসবি পোর্ট।

রাউটারটির মূল্য ধরা হয়েছে ৫ হাজার পাঁচ’শ টাকা।

আহমেদ মনসুর

*

*

আরও পড়ুন