দুই পর্দার স্মার্টফোন!

পুরনো নকশায় নতুন ফোন এনেছে স্যামসাং। দুই ভাজের স্মার্টফোনটির সামনে পেছনে দুইটি পর্দা। Èগ্যালাক্সি ডাবি্লও ৭৮৯’ মডেলের ফোনটির দুটি পর্দার আকারই ৩.৩ ইঞ্চি। অ্যান্ড্রয়েড ৪.১ অপারেটিং সিস্টেমে চলা স্পর্শনির্ভর পর্দা ছাড়াও স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। ৫ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহারের সুযোগও মিলবে এতে। স্মার্টফোনটির গুরুত্বপূর্ণ বৈশষ্টি হলো- একই সঙ্গে দুটি সিম ব্যবহার করা যাবে হ্যান্ডসেটটিতে। থ্রিজি সমর্থক হ্যানসেটটিতে আরো আছে ওয়াইফাই, ব্লুটুথ ও ইউএসবি ব্যবহারের সুযোগ।

প্রাথমিকভাবে চীনের বাজারে স্মার্টফোনটির বিক্রি কার্যক্রম শুরু করেছে স্যামসাং।

সূত্র : ইন্টারনেট

*

*

আরও পড়ুন