![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ৬০টির বেশি ই-কমার্স প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের নিয়ে যাত্রা শুরু করলো ইলেক্ট্রনিক কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) নামের নতুন এক সংগঠন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সূচনা ঘোষণা করেন ই-ক্যাবের নতুন সভাপতি রাজীব আহমেদ।
ই-কমার্স উদ্যোক্তাদের নিয়ে সম্প্রতি এ সংগঠনটি যাত্রা শুরু করে। এ সংগঠনের সঙ্গে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের উদ্যোক্তারা রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে বর্তমান শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, ই-কমার্সের মাধ্যমে অনলাইনে কেনাবেচাকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে দেওয়া সম্ভব। এর মাধ্যমে মানুষের সময় ও শ্রম বাঁচানোর পাশাপাশি অনেক যুবকের কর্মসংস্থানও হবে।
আইসিটি বিভাগের সাবেক এ সচিব বলেন, দেশে ই-কমার্সকে আরও জনপ্রিয় করতে হলে দ্রুত মালামাল ডেলিভারি দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। আর এটি করতে বাংলাদেশ ডাক ব্যবস্থাকে ব্যবহার করা যায়। নব নির্বাচিত ই-কমার্স নেতাদের ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারকে লিখিত অনুরোধ করার পরামর্শও দেন তিনি।
সংগঠনের সভাপতি রাজীব আহমেদ বলেন, সবাই যেনো অনলাইনে তাদের পণ্য কেনাবেচা করতে পারে সেজন্য আমরা প্রতিটি অঞ্চলে ই-কমার্সকে জনপ্রিয় করতে চাই।
এ সংগঠক বলেন, দেশে বর্তমানে প্রায় ৩০০ ই-কমার্স সাইট ও ৩ হাজার ফেইসবুক পেইজে বেচাকেনা হচ্ছে। আগামী ১০ বছরের মধ্যে এই ই-কমার্স হবে মোবাইল কিংবা গার্মেন্টসের চেয়েও বড় খাত। ই-ক্যাব অনলাইন জালিয়াতির মতো জটিলতা নিয়ন্ত্রণেও কাজ করবে।
রাজীব আরও বলেন, উদ্যোক্তাদের যে কোন ধরনের সহযোগিতার জন্য একটি অনলাইন কল সেন্টারও চালু করা হতে পারে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি সৈয়দা গুলশান ফেরদৌস, সাধারণ সম্পাদক মোঃ. আব্দুল ওয়াহেদ তমাল, যুগ্ম সম্পাদক মীর শাহেদ আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক, ডিরেক্টর (গভর্নমেন্ট অ্যাফেয়ার্স) রেজওয়ানুল হক জামী, ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স) সেজান সামস, ডিরেক্টর (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) মোঃ. সুমন হাওলাদার ও ডিরেক্টর (কমিউনিকেশনস) আসিফ আহনাফ।
ফখরুদ্দিন মেহেদী