![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাজারে এলো ফ্যাটালিটি জেড৯৭ কিলার মডেলের মাদারবোর্ড। এসরক ব্রান্ডের এই মাদারবোর্ড এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস।
কম্পিউটার সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, টম’স হার্ডওয়্যার সিস্টেম বিল্ডার ম্যারাথন, কিউ৩ ২০১৪ তালিকাভূক্ত নতুন এই মাদারবোর্ডে রয়েছে এসরক এলয়, গেইমিংয়ে হাই ডেনসিটি পাওয়ার কানেকটর, ১৫মিউ গোল্ড কনটাক্ট ইন ডিআইএমএম স্লট মেমোরি, পিসিআইই২ ভিজিএ কার্ড, পিউরিটি সাউন্ড টিএম২, ফিফথ জেনারেশন ইন্টেল আই৭/আই৫/ আই৩ পেন্টিয়াম, সেলেরন প্রসেসর, সাপোর্ট এসরক ফুল স্পাইক প্রটেকশন, এসরক ক্লাউড, এপিপি শপ, এফ স্ট্রিম, কি মাস্টার, ফুল এইচডি ইউইএফ -সহ আরও অনেক ফিচার।
মাদারবোর্ডটি কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের সকল শোরুমে পাওয়া যাচ্ছে।
ফখরুদ্দিন মেহেদী।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি