![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলরঃ বেসরকারী প্রতিষ্ঠানের ডোমেইন নিবন্ধনের জন্য আসছে ডট এনজিও ডোমেইন নেম/এক্সটেনশান। আগামী বছরের শুরুতে চালু হতে যাওয়া এই ডোমেইন এক্সটেনশানের অধীনে দেশের বেসরকারী প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট রেজিষ্ট্রেশন করা যাবে।
জানা গেছে, ডট এনজিও ডোমেইন নেমের আওতায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ। এখন পর্যন্ত দেশের প্রায় ২০০ এনজিও এই কার্যক্রমে যুক্ত হয়েছে। ভারতের বেশির ভাগ বেসরকারী প্রতিষ্ঠান ডট এনজিও ডোমেইন কার্যক্রমে যুক্ত থাকায় প্রথম স্থানে রয়েছে দেশটি।
২০১৫ সালের শুরুতে প্রায় ৩০০ এনজিওর অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হবে “এনজিও সামিট’। এ নিয়ে দেশের বেসরকারী প্রতিষ্ঠানের সাথে আলোচনা করতে ঢাকায় এসেছেন পাবলিক ইন্টারেস্ট রেজিস্ট্রর (পিআইআর) নির্বাহী প্রধান ব্রায়ান কিউট এবং ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশনের (ডিআইএফ)প্রতিষ্ঠাতা ও পরিচালক ওসামা মানজার।
বাংলাদেশ এনজিও নেটওয়ার্কস ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) দেশে ডট এনজিও ডোমেইন কার্যক্রমে সহায়তা করছে।
পিআইআর ও ডিএমএফ দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশ, ভারত, ভুটান, কম্বোডিয়া, পাকিস্তান, নেপাল, নাইজেরিয়া, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকায় ।
বর্তমানে ডোমেইনের সর্বোচ্চ সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) বেশ কয়েকটি নতুন ডোমেইন আবেদন নিয়ে কাজ করছে। ইতিমধ্যে এ ধরনের আবেদনের প্রথম পর্যায়ের সময় শেষ হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানা যাবে www.globalngo.org ঠিকানায়।
ফখরুদ্দীন মেহেদী
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি