Techno Header Top and Before feature image

ব্যবসায় উদ্যোগ নিয়ে ফেইসবুক গ্রুপের কর্মশালা

ওয়ার্কশপ পিক - টেকশহর.কম
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্যবসায় উদ্যোগ গ্রহণ এবং চালিয়ে নেয়া বিষয়ে কর্মশালা করেছে ফেইসবুক গ্রুপে চাকরি খুঁজবো না চাকরি দেব। শুক্রবার বিকালে রাজধানীর পলাশী মোড়স্থ ফ্রেপড মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা উদ্যোক্তা হওয়ার প্রথম ধাপ, নাম নির্বাচন, আইনগত খুঁটিনাটি, টিম গঠন, পুঁজি সংগ্রহ, হিসাব ও ব্যবস্থাপনা বক্তব্য রাখেন। এতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল দেড় শতাধিক।

আরো পড়ুনঃ উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেবে ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ গ্রুপ

ওয়ার্কশপ পিক - টেকশহর.কম

আয়োজকরা বলেন, তিন ঘন্টার এই সেমিনারে হয়ত ব্যবসায় উদ্যোগের বিস্তারিত নিয়ে আলোচনা করা যায়নি কিন্তু কিভাবে শুরু করতে হবে তার দিকনির্দেশনা দেয়া গেছে। আশাকরি অংশগ্রহণকারীরা সঠিক দিক-নির্দেশনাটা পেয়েছেন।

কর্মশালার সমন্বয়ক প্রমি নাহিদ বলেন, অংশগ্রহণকারীরা এ কর্মশালার মাধ্যমে ব্যবসা শুরুর আত্মবিশ্বাস পেয়েছেন।

কর্মশালায় বক্তব্য রাখেন দ্বিমিক কম্পিউটিং স্কুল ও মুক্ত সফটওয়্যার লিমিটেডের সহকারি প্রতিষ্ঠাতা তামিম শাহরিয়ার সুবেন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোক্তা সমন্বয়ক সাজ্জাত হোসেন, সফট টেক ইনোভেশনের ম্যানেজিং ডিরেক্টর এ এম ইশতিয়াক সারোয়ার এবং প্রিয়শপ ডটকমের সিইও আশিকুল আলম খান।

– আল আমীন দেওয়ান

*

*

আরও পড়ুন