![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনলাইন পাইরেসি রোধে সার্চ পলিসিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে গুগল। এখন থেকে সার্চের ক্ষেত্রে সবার উপরে থাকবে রেজিষ্টার্ড বা বৈধ সাইটগুলো।
দীর্ঘ সমালোচনার পর অবশেষে সার্চ পলিসিতে এ পরিবর্তন আনার কথা জানিয়েছে সার্চ জায়ান্টটি। বর্তমানে কোন সাইট সার্চ করলে গুগল সার্চ ইঞ্জিন যে ফলাফল দেয়; তাতে এমন সব সাইট শুরুর দিকে থাকে যেগুলো সাধারণত বেশিবার সার্চ করা হয়েছে। এ কারণে ফ্রি সাইটগুলো শুরুর দিকে স্থান পায়।
নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে সার্চের ক্ষেত্রে সবার উপরে বৈধ সার্ভিসগুলোর একটি লিস্ট দেখাবে। এটা দেখানো হবে প্রথম পৃষ্ঠার উপরে ডান পাশে একটি বক্সে।
আরও পড়ুন: গুগলের একগুচ্ছ ফ্রি আইকন উন্মুক্ত
এজন্য অবশ্য গুগলকে সার্ভিস চার্জ দিতে হবে। অনলাইন পাইরেসি রোধে এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল।
অনলাইন পাইরেসির কারণে দীর্ঘ দিন ধরেই গুগলের সার্চ পলিসির সমালোচনা করে আসছিল মিউজিক গ্রুপ বিপিআই ও ইউএস ইকুভ্যালেন্ট। শেষমেশ গ্রুপ দুটির অনুরোধে এ সিদ্ধান্ত নিয়েছে সার্চ জায়ান্টটি।
অবৈধ সাইটগুলো থেকে ডাউনলোডের কারণে মিউজিক ইন্ড্রাষ্টিজের কোটি কোটি ডলার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছিল তারা।
নতুন সার্চ সিস্টেমে সন্তোষ প্রকাশ করেছে বিপিআই। তবে ব্যবহারকারীদের সেবা দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের সার্ভিস চার্জ আরোপ করা উচিত নয় বলেও মনে করে গ্রুপটি।
– বিবিসি অবলম্বনে আহমেদ মনসুর
আরও পড়ুন:
ললিপপচালিত তিন ডিভাইস আনল গুগল
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি