![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বড় পর্দার টাচ স্ক্রীন কিয়ক্স তৈরি করেছে দেশীয় প্রতিষ্ঠান জানালা সিস্টেমস লিমিটেড। এয়ারপোর্ট, রেলস্টেশন, বাসস্টেশনসহ সকল সাধারণ তথ্যসেবা এবং সব ধরণের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য প্রদানে এই কিয়ক্স কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন এর নির্মাতারা।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সদস্য কোম্পানি জানালা সিস্টেমসের তৈরি এমন কিয়ক্স দেশে প্রথম। মাল্টিমিডিয়া ইনফরমেশন কিয়ক্সটি ৪০ ইঞ্চির। তথ্যসেবা ছাড়াও বিজ্ঞাপনী মাধ্যম হিসেবেও এটি ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: লেনোভোর মাল্টি-টাচের কোর আই-৫ ল্যাপটপ বাজারে
জানালা সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক তামজীদ সিদ্দিক স্পন্দন টেকশহরডটকমকে জানান, তথ্যসেবা এবং বিজ্ঞাপনী কাজে এই কিয়ক্স দারুণ ভূমিকা রাখতে পারে। এটা থেকে জনগণ বা গ্রাহকরা ইচ্ছে করলে টাচ স্ক্রীনে বাটন চেপে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাঙ্খিত তথ্য জেনে নিতে পারবে।
তিনি জানান, এই কিয়ক্সের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রেও নতুনত্ব আসবে।একটি বিজ্ঞাপনে পণ্যের বা প্রতিষ্ঠানের সব তথ্য থাকে না। এখানে যেকেউ চাইলে এর আরো ডিটেইলসে যেতে পারবেন। এতে প্রতিষ্ঠানগুলো সহজেই যেমন বিস্তারিত তথ্য জানাতে পারবে তেমনি গ্রাহকরাও সব তথ্য একসাথে পাবে।
দেশীয় এই প্রতিষ্ঠানটি এরআগে ইন্টারনেট কিয়ক্স, ওয়াল মাউন্টেড কিয়ক্স, ডিপোজিট কিয়ক্স ও প্রিন্ট কিয়ক্স তৈরি করেছে ।বিভিন্ন ক্যাটাগরির ২ শত ৫০ টিরও বেশি কিয়ক্স ইতিমধ্যে সরবরাহ করেছে তারা।
আল আমীন দেওয়ান
আরও পড়ুন:
টাচস্ক্রিন ছাড়াই পছন্দসই ল্যাপটপ এসারের ই১-৫৭২-৬৮৭০