Techno Header Top

বাজারে তোশিবার নতুন দুটি ল্যাপটপ

তসিবা এল৪০-বি ল্যাপটপ
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তোশিবা ব্র্যান্ডের নতুন মডেলের দুটি ল্যাপটপ এনেছে স্মার্ট টেকনোলজিস লিমিটেড। মডেল দুটি হলো স্যাটেলাইট এল৪০-বি’র কোর আই থ্রি এবং কোর আই ফাইভ।

ল্যাপটপ দুটিতে রয়েছে ৫০০ জিবি হার্ডড্রাইভ, স্লিম ডিভিডি রাইটার, ১৪.১ ইঞ্চি ডিসপ্লে, স্পিল রেসিস্টেন্স কীবোর্ড, ব্লুটুথ, ওয়াইফাই, কার্ডরীডারসহ প্রয়োজনীয় সকল ফিচার।

তসিবা এল৪০-বি ল্যাপটপ

মডেলগুলো হিট টেস্ট, ভাইব্রেশন টেস্ট, ড্রপ টেস্ট, হিঞ্জ টেস্ট এবং পিনপয়েন্ট এলসিডি কভার প্রেসার টেস্ট দ্বারা পরীক্ষিত বলে জানা গেছে। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ কোর আই থ্রি এর মূল্য ৪৪,৫০০ এবং কোর আই ফাইভ এর মূল্য ৫৫,০০০ টাকা ধরা হয়েছে।

আহমেদ মনসুর

*

*

আরও পড়ুন