![]() |
তারেক হাবিব, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের সবচেয়ে বড় ও ভয়ংকর সাইবার সংগঠন অ্যানোনিমাসের ব্যাপারে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। চলতি সপ্তাহে এক সতর্ক বার্তায় সংস্থাটি জানায়, গোপনে যুক্তরাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকার সংগঠনটি।
রয়টার্সের খবরে বলা হয়, বছর খানেক আগে শুরু করা সাইবার অভিযানের অংশ হিসেবে তথ্য হাতিয়ে নিচ্ছে এ সংগঠনের হ্যাকাররা। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে খবরে আরও বলা হয়, হ্যাকারদের হাতিয়ে নেওয়া নথির মধ্যে আছে ডিপার্টমেন্ট অব এনার্জির এক লাখ চার হাজার কর্মী, ঠিকাদার ও তাদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য। এ ছাড়াও ২০ হাজার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য গোপনে কবজা করে হ্যাকাররা।
হ্যাকার সংগঠনির বিরুদ্ধে এর আগেও যুক্তরাষ্ট্রে সাইবার হানা দেয়ার অভিযোগ উঠেছিল। গাজা অবরোধের বিরুদ্ধে ইসরায়েলে বড় ধরনের সাইবার হামলা করেও সংগঠনটি আলোচনায় ছিল। দুর্ধষ্য হ্যাকার সংগঠনটির বিরুদ্ধে ব্যাংকে হামলা করারও অভিযোগ উঠেছিল।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি