কারিগরি সমস্যায় গুগল

কারিগরি সমস্যায় পড়েছিল গুগল। এর ফলে শনিবার পঁাচ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় গুগল সার্চসহ সব সেবা। এসময় জিমেইল বা সার্চ সুবিধা ব্যবহার করতে গেলে È502 error’ বার্তা দেখা যায়। সমস্যা দেখা দেওয়ার পরপরই গুগলের প্রকেৌশলীরা সমাধানে কাজ শুরু করেন।

অল্পসময়ের জন্য এ সমস্যা দেখা দিলেও অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট দেখার পরিমান প্রায় ৪০ শতাংশ কমে যায় বলে জানিয়েছেন ওয়েব বিশে্লষক প্রতিষ্ঠান গোস্কয়ার্ড।

সূত্র : ইন্টারনেট

*

*

আরও পড়ুন