![]() |
তারেক হাবিব, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্যক্তিজীবনে হতাশা সহ্যের সীমা পেরুলেই বাড়ে আশঙ্কা! নিজের জীবনের অস্বাভাবিক ইতি টানার মতো দুর্ঘটনাও ঘটে। এর পেছনে অবশ্য মান, অভিমান, না পাওয়ার কষ্টের হিসাব-নিকাশও থাকে। মনবিজ্ঞানীদের মতে, রক্ত-মাংসের মানুষের মধ্যে এমনটি হর-হামেশাই থাকে।
তবে প্রচলিত এই ধারনা বদলে যাবে নতুন খবরে। হাফিংটন পোস্টের খবরে বলা হয়, রান্নাঘরে ঢুকে নিজেই নিজেকে জ্বালিয়ে দিয়েছে একটি রোবট। আত্মহত্যার মতো এই ঘটনা কোনো রোবটের ক্ষেত্রে বিশ্বে এটাই প্রথম। কেনো এমনটি হলো, এ নিয়েও আছে রহস্য।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের একজন কর্মী জানান, রোবটটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে রান্নাঘরে ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। প্রথমে রান্নাঘরের হটপ্লেটে পড়ে যায় রোবট, এরপর এর দেহ গলে গেলে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই রোবটির দেহ সম্পূর্ণ পুড়ে যায়।
রোবটটি দিয়ে ঘর মোছার কাজ করা হতো। এদিকে রোবটটির মালিক জানায়, রোবটটি চালু অবস্থায় ছিল না। কিভাবে সেটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে আগুনে পুড়েছে, তাও তিনি জানেন না।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি