এবার গুগলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

তারেক হাবিব, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সার্চ ইঞ্জিন সেবার মাধ্যমে গুগল জনপ্রিয়তার শীর্ষে জায়গা করে নিয়েছে অনেক আগেই। এরপর এক এক করে প্রযুক্তিদুনিয়ায় নিজেদের পরিধি বাড়িয়েই যাচ্ছে। মোবাইল ও কম্পিউটার অপারেটিং সিস্টেম থেকে শুরু করে প্রযুক্তিপণ্য নির্মাতার খাতায় নাম লেখিয়েছে গুগল। এবার ‘ডার্ট’  নামের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আনলো বিশ্বসেরা এই সার্চ ইঞ্জিন।

dart_pic

প্রযুক্তি বিষয়ক সাইটগুলোর খবরে বলা হয়, বৃহস্পতিবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ‘ডার্ট ১.০’ অবমুক্ত করেছে গুগল। ২০১১ সালে এই প্রকল্পের কাজ শুরু করা হয়।

Techshohor Youtube

প্রোগ্রামাররা জাভাস্ক্রিপ্টের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবে নতুন এই ল্যাঙ্গুয়েজ। তবে জাভাস্ক্রিপ্টের যেসব ক্ষেত্রে দুর্বলতা আছে, সেগুলো ঠিকঠাক থাকছে ডার্টে।

*

*

আরও পড়ুন