সিম্ফোনি পি১০ : র‍্যামের দুর্বলতা কাটবে হেক্সা কোর প্রসেসরে

সিম্ফোনি-এক্সপ্লোরার-পি১০-টেকশহর

শাহরিয়ার হৃদয়, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সিম্ফোনি পি সিরিজের ফোনগুলো বেশ বড় স্ক্রিনের ফ্যাবলেট। পি৫ এর উত্তরসূরী হিসেবে কিছুদিন আগে বাজারে এসেছে এক্সপ্লোরার পি১০। এর প্রধান আকর্ষণ ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

ডিজাইন
ফ্ল্যাট ও স্লিক ডিজাইনের ফোনটি দেখতে বেশ আকর্ষণীয়, ফিনিশিং মসৃণ। পুরুত্ব ৭.৯ মিলিমিটার।

সিম্ফোনি-এক্সপ্লোরার-পি১০-টেকশহর

Techshohor Youtube

ডিসপ্লে
এর ডিসপ্লের আকার সাড়ে পাঁচ ইঞ্চি, রেজুল্যুশন ৭২০*১২৮০ পিক্সেল। পিক্সেল ডেনসিটি ২৬৭। প্রায় ফ্যাবলেট আকারের ডিভাইসের জন্য এ রেজুল্যুশন বেশ কম বলতে হবে।

কানেক্টিভিটি
এর কানেক্টিভিটির মধ্যে আছে ওয়াই-ফাই হটস্পট, ব্লুটুথ ৪.০, এফএম রেডিও, এজিপিএস ইত্যাদি প্রাথমিক ফিচার। সেন্সরের মধ্যে আছে জি-সেন্সর, ম্যাগনেটিক সেন্সর, প্রক্সিমিটি, অ্যাক্সেলেরোমিটার। এ ছাড়া এফএম রেডিও আছে।

ক্যামেরা
ফোনটির ৮ মেগাপিক্সেল ক্যামেরা এর সেরা ফিচার বলা যায়। ঝকঝকে ও নিখুঁত ছবি তুলতে এটি আন্তর্জাতিক ব্র্যান্ড ফোনগুলোর সমকক্ষ। জুম থেকে শুরু করে কালার ও হোয়াইট ব্যালেন্স চমৎকার।

ক্যামেরার কন্ট্রোল ও ফিচারে কিছু নতুনত্ব আনা হয়েছে। যেমন ভলিউম আপ বা ডাউন বাটন চেপে বার্স্ট মোডে এক ক্লিকে ২০টি ছবি তুলতে পারবেন।

অন্যান্য ফিচারের মধ্যে আছে প্যানারোমা, এইচডিআর ইত্যাদি। ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল, সেলফি তোলা বা ভিডিও চ্যাটের জন্য যথেষ্ট।

কনফিগারেশন
মিডিয়াটেক চিপসেট ১.৫ গিগাহার্জ ক্লকস্পিডের হেক্সা কোর (৬টি কোর) প্রসেসর রয়েছে এতে। সঙ্গে মালি ৪৫০ গ্রাফিক্স প্রসেসর। র‍্যাম কিছুটা কম, ১ জিবি। ইন্টারনাল মেমোরি ৮ জিবি যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

পারফরম্যান্স
অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২. এর অপারেটিং সিস্টেম। কিটক্যাটের নিজস্ব ইউজার ইন্টারফেসের বদলে সিম্ফোনির নিজস্ব মোডিফায়েড ইউআই ব্যবহার করা হয়েছে।

বেশিরভাগ ইউজার সম্ভবত এই কাস্টম ইউআই থেকে অ্যান্ড্রয়েডের স্টক ইন্টারফেস বেশি পছন্দ করবেন।

এ ছাড়া শক্তিশালী প্রসেসরের কল্যাণে মসৃণ গতির পারফরম্যান্স পাওয়া যাবে এটি থেকে। এইচডি ভিডিও কোনোরকম ল্যাগ ছাড়া দেখতে পারবেন, ফুল কোয়ালিটিতে খেলতে পারবেন বেশিরভাগ গেইম। র‍্যাম বেশি হলে মাল্টিটাস্কিং বা ব্রাউজিং এর ক্ষেত্রে আরও গতি পাওয়া যেত।

ব্যাটারি
এর ২৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির টকটাইম পাঁচ ঘণ্টার মতো। থ্রিজি ব্যবহারে অবশ্য লাইফটাইম আরও কমে যাবে।

ফোনটি এখন পাওয়া যাচ্ছে ১৫ হাজার ৯৯০ টাকায়।

এক নজরে ভালো
– হাই কোয়ালিটি ক্যামেরা
– হেক্সা কোর প্রসেসর, চমৎকার পারফরম্যান্স

এক নজরে খারাপ
– র‍্যাম কম
– ডিসপ্লে রেজুল্যুশন কম

*

*

আরও পড়ুন