![]() |
তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঈদের ছুটিতে অনেক ব্যবস্তা উৎসব আয়োজনের। নানান কাজের ভিড়ে হয়ত অনেক প্রয়োজনীয় একটি কাজের কথা ভুলে যাওয়া ঘটনা ঘটতেই পারে। তবে প্রযুক্তির এই যুগে চাইলে প্রযুক্তিই মনে করিয়ে দেবে কখন কি কাজ করতে হবে।
খুব সহজে কাজের কথাগুলো স্মার্টফোন কিংবা ট্যাবের মতো ডিভাইসে টুকে রাখলে তা সময়মতো স্মরণ করিয়ে দেবে ব্যবহারকারীদের। অনেকেই এ সেবা দিয়ে থাকেন বিভিন্ন অ্যাপের মাধ্যমে। তবে এ ক্ষেত্রে গুগল বেশ এগিয়ে আছে।
স্মার্টফোন ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের সাহায্যে গুগল সার্চ অ্যাপলের মাধ্যমে যে কোন ইভেন্ট তৈরি করতে পারবেন।
ডেস্কটপ ব্যবহারকারীরাও গুগল সার্চ ব্যবহার করে খুব সহজে ইভেন্ট তৈরি করতে পারবেন। এ টিউটোরিয়ালে তা তুলে ধরা হলো।
প্রথমে গুগলের হোম পেইজ এ যেতে হবে।
এরপর সার্চ বক্সে ইংরেজিতে লিখতে হবে ক্রিয়েট ইভেন্ট। তার পর একটি স্পেস দিয়ে কোন দিন ইভেন্ট হবে সেটা লিখে তারপর at, এরপর একটি স্পেস দিয়ে ইভেন্টের সময় এবং সবশেষে একটি স্পেস দিয়ে ইভেন্টের নাম।
নিচে একটি উদাহরণ দেখুন : create event [day of week] at [time of day + AM/PM] [event name or details] উদাহরণ : create event friday at 6 am eating
এরপর Create event এ ক্লিক করতে হবে।
তাহলে ইভেন্ট তৈরি হয়ে যাবে নির্দিষ্ট তারিখে। তা সরাসরি যুক্তি হবে গুগল ক্যালেন্ডারে। তবে গুগল একাউন্ট দিয়ে লগইন থাকবে হবে।
চাইলে পরে ইভেন্টটি সম্পাদনাও করা যাবে।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Googol sarvice all ways good
Thanks