ল্যাপটপের দাম বিষয়ক জিজ্ঞাসার জবাব

জিজ্ঞাসা-টেক শহর

তথ্যপ্রযুক্তি বিষয়ক সমস্যার সমাধান দিতে প্রস্তুত টেক শহর টিম। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাই বাতলে দিচ্ছেন পথ। এ ছাড়া টিপস, টিউটোরিয়াল, ফ্রিল্যান্সিংপ্রযুক্তিপণ্যের সর্বশেষ বাজারদর জানতে চাইলে জিজ্ঞাসা করুন এখনই।

টেকশহরডটকম বিশেষজ্ঞ পরামর্শকদের মাধ্যমে আপনার সমস্যার সমাধানে সচেষ্ট সব সময়। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে ক্লিক করুণ এখানে। সমস্যাটি জানিয়ে দিন এখনই।

এ প্রতিবেদনে থাকছে এক জনের জিজ্ঞাসার সমাধান। অন্যদের জিজ্ঞাসার সমাধান দেখতে ক্লিক করুন এ লিংকে

Techshohor Youtube

জিজ্ঞাসা-টেক শহর

জিজ্ঞাসা : আমি নতুন ল্যাপটপ কিনতে চাই। বাজেট ২০ হাজার টাকার মধ্যে। বাবা খুবই গরীব। তাই ভালো মডেল কিনতে চাই। প্লিজ আমি কি ল্যাপটপ কিনব, তা যদি বলে দেন? আর দোয়েল ১৬১২ ই কি ভালো ….?

এ জিজ্ঞাসাটি পাঠিয়েছেন  samiul alim sonnet

সমাধান : আপনার প্রশ্নটি পুরোপুরি পরিষ্কার নয়। কি ধরনের কাজের জন্য ল্যাপটপ ব্যবহার করবেন, সেটা জানালে ভালো হতো।

তবে ২০ হাজার টাকায় ভালো মানের কোনো ল্যাপটপ নেই বাজারে। আপনি আরও কিছুটা টাকা বাড়িয়ে ২২-২৫ হাজার টাকার মধ্যে নোটবুক পাবেন। তবে এ রেঞ্জর নোটবুকগুলোর প্রসেসর খুব বেশ গতির নয়। সাধারণত এগুলোর ডিসপ্লের আকার ১১ ইঞ্চি হয়ে থাকে।

লেনেভো এস২১৫ মডেলের নোটবুকের মূল্যে ২৩ হাজার টাকা। এতে রয়েছে ৩২০ হার্ডডিস্ক , ১ গিগাহার্টজ এএমডি প্রসেসর , ২ গিগাবাইট র‍্যাম।

এ ছাড়া আসুস, এসার, এইচপির নোটবুক বাজারে আছে তবে সেগুলো দাম ২০ হাজার টাকার উপরে।

আর দোয়েলের ল্যাপটপের বিষয়ে যেটি জানতে চেয়েছেন এ বিষয়ে আমাদের বক্তব্য হলো- সরাসরি কোনো পণ্য ভালো কি মন্দ সেটি বলা উচিত নয়। দোয়েল ল্যাপটপ নিয়ে টেক শহরের প্রডাক্ট রিভিউ ও সংবাদ দেখে নিতে পারেন এ লিংকে ক্লিক করে।

আরও দামের বিষয়ে জানতে চাইলে এ লিংকে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের মূল্য দেওয়া রয়েছে।

১১ টি মতামত

  1. মোবারক হোসেন said:

    আমি একটি কম ওজনের নোটবুক কিনতে চাই, দাম কত পরবে?

    • tahmina tania said:

      প্রিয় পাঠক ,আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ । জি , ল্যাপটপ টি ভাল হবে ।

  2. hasan said:

    টিভিতে এড দেখলাম 4,000 হাজার টাকায় লেপটপ। এটা কতটুকু সত্য? আর সত্য হলে কিভাবে কিনতে পারি?

    • tahmina tania said:

      এই বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই । ধন্যবাদ ।

  3. ফয়সাল said:

    আমি একজন ছাত্র।বাসায় হালকা ধরনের কাজ করার জন্য একটি ল্যাপটপ কিনব (i3) । বজেট ৩০০০০ টাকা বা সামান্য বেশি।একটি ভাল ব্র্যান্ড এর ভাল মডেল সাজেস্ট করবেন।। প্লিজ।।

  4. শামীম said:

    আমি একটা laptop কিনতে ছাই dell inspiro 5567 অনলাইনের থেকে কি কমে কিনতে পারব please me

  5. Md. Kamrul Islam said:

    আমার একটা লেনেভো laptop,,,
    etar display er light astece na,,,
    but baire theke lights dile vitorer sob kaj chole dekha jay,
    akhn ko kora jay

*

*

আরও পড়ুন