![]() |
তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অফিসের নিরিবিলি পরিবেশে কাজ করার সময় কিংবা গুরুগম্ভীর কোনো মিটিংয়ে একটি নতুন ওয়েবসাইট খোলা মাত্র উচ্চ স্বরে মিউজিক বেজে উঠল। আশেপাশের সবাই হতবাক। ব্যবহারকারী নিজেও যেন বিব্রত।
এমন পরিস্থিতিতে এখন অনেকেই হরহামেশাই পড়ছেন। কেননা সেই ওয়েবসাইটে লুকিয়ে থাকা ভিডিও বিজ্ঞাপন নোটিশ ছাড়াই বাজতে শুরু করে।
পণ্যের প্রচারে এখন প্রতিষ্ঠানগুলো নানাভাবে বিজ্ঞাপনকে ব্যবহার করছে। এর একটি কৌশল হলো ওয়েবসাইট প্রবেশ করা মাত্র ভিডিও বিজ্ঞাপন চালু করে ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ। কম্পিউটারের ভলিউম কমানো না থাকলে ভিডিওটি শব্দ করে বেজে উঠবে।
তবে গুগল ক্রোমের সাহায্যে খুব সহজে এ সমস্যার সমাধান করা যায়। নি:শব্দভাবে ব্রাউজ করা বা ভিডিও বিজ্ঞাপন দেখার বিরক্তি ছাড়াই ওয়েবসাইট ব্রাউজ করা যাবে।
এ টিউটোরিয়ালে তা কিভাবে করতে হবে সেটি তুলে ধরা হলো-
১. ক্রোম ব্রাউজারের উপর থেকে ক্রোম ওয়েব স্টোরে প্রবেশ করে “Mute Inactive Tabs” এক্সটেশনটিতে যেতে হবে ।
২. এরপর “Add to Chrome” এ ক্লিক করতে হবে।
৩. এরপর এক্সটেশনটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। এরপর ব্রাউজারটি রির্স্টাট করতে হবে।
৪. তাহলে ক্রোম ব্রাউজারের ওপর ভলিউম একটি আইকন আসবে। এটির মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে ওয়াবে ব্রাউজারের শব্দ।
আরও পড়ুন
ক্রোম ব্রাউজারে বেশি র্যাম দখল সমস্যার সমাধান
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি