ঈদে ক্যাশব্যাকসহ নানা অফার আপনজোন ডটকমে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঈদ উল আযহা উপলক্ষে ই-কমার্স সাইট আপনজোন ডটকমে শুরু হয়েছে ঈদ কেনাকাটা উৎসব। এতে ক্যাশব্যাক,ফ্রি হোম ডেলিভারি, উপহার ও বুফে ডিনারের অফার রয়েছে।

আপনজোন ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ আহনাফ জানান, উৎসবে ক্রেতাদের জন্য ঈদের পোশাক, গহনা, ঘড়ি, পারফিউমসহ সকল পন্যে বিশেষ ছাড় এবং যেকোন কিছু কিনলেই একটি সুদৃশ্য মগ উপহার রয়েছে। এছাড়া সকল ক্রেতাই পাবেন ৫ থেকে ৫০ শতাংশ ক্যাশব্যাক যা তিনি পরবর্তিতে যেকোন সময় আপনজোন ডটকম থেকে কেনাকাটায় ব্যবহার করতে পারবেন।

aponzone-eid-offer

Techshohor Youtube

তিনি জানান, উৎসব চলাকালীন সময়ে সকল ক্রেতাই বাংলাদেশের যেকোন স্থানে পাবেন ফ্রী হোম ডেলিভারি সুবিধা। অফারটি ৪ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। সেইসাথে অফার শেষে লটারির মাধ্যমে নির্বাচিত দুজন ক্রেতা জিতে নিবেন সঙ্গীসহ বুফে ডিনার।

আল আমীন দেওয়ান

*

*

আরও পড়ুন