ফাইল আনজিপ করার অ্যাপ

অ্যাপস-টেকশহর

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কোনো ফাইলের আকার কমিয়ে নেওয়া কিংবা অনেকগুলো ফাইলকে একত্রে যুক্ত করে পাঠানোর কাজটি সহজ করেছে জিপ ফরম্যাট। অনেক বড় ফাইল আদান প্রদান এতে সহজ হয়েছে। তবে সাধারণভাবে কম্পিউটারে সফটওয়্যার না থাকলে জিপ ফাইল খোলা যায় না।

এখন অবশ্য সময় পাল্টেছে। অ্যাপের যুগ শুরু হয়েছে। চাইলে কম্পিউটারের পরিবর্তে হাতে থাকে স্মার্টফোনটির সাহায্যেও জিপ ফাইলকে আনজিপ করে নেওয়া যায়। উন্নত অ্যাপ্লিকেশন ডেভেলপার করার ফলেই এটি সম্ভব হয়েছে।

সেরকম একটি অ্যাপ্লিকেশন হলো ‘ইজি আনজিপ’।

Techshohor Youtube

অ্যাপস-টেকশহর

এক নজরে অ্যাপ্লিকেশনটি ফিচারগুলো
১. এটির সাহায্যে আরএআর এবং জিপ ফরম্যাট সহজে ওপেন করা যাবে।

২. আনজিপ ফাইলকে জিপ করা যাবে।

৩. আপজিপ না করেও জিপ ফাইলে কি কি আছে দেখে নেওয়া যাবে।

৪. নিরাপত্তার সার্থে চাইলে ফাইলে পাসওয়ার্ড দেওয়া যাবে অ্যাপটি দিয়ে।

৫. যদি কখনো এমন হয় জিপ ফাইল থেকে নিদিষ্ট কয়েকটি ফাইল আনজিপ করে নেওয়া প্রয়োজন তাহলে সেটিও করা যাবে এ অ্যাপ্লিকেশনের সাহায্যে।

গুগলের প্লে স্টোরে ৪.১ রেটিং পাওয়া অ্যাপ্লিকেশনটি এ ঠিকানা থেকে ডাউনলোড করে নেয়া যাবে।

তবে সফটওয়্যারটি ফ্রি নয়। এটি ব্যবহার করতে হলে ০.৬৫ ডলার ব্যয় করতে হবে।

আরও পড়ুন

অনলাইনে ছবি সম্পাদনার ৩০ ওয়েবসাইট

ইমেজ এডিট করার ১০ ওয়েব টুল

ফটোশপ সিএস ৬ : কালার ব্যালেন্স

জাতীয় পর্যায়ে অ্যাপস গবেষণা ও উন্নয়ন সেন্টার করবে ইএটিএল

কম গতির ইন্টারনেটে ফ্রি কথা বলার অ্যাপ ফ্রিং

কল রেকর্ড করার অ্যাপ “কল রেকর্ডার”

*

*

আরও পড়ুন