অ্যান্ড্রয়েডে ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটলের কৌশল

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাডোবি গুগল প্লে স্টোর থেকে ফ্ল্যাশ প্লেয়ার সরিয়ে নিয়েছে। এমনকি অ্যান্ড্রয়েডও অফিসিয়ালভাবে ফ্ল্যাশ প্লেয়ার সাপোর্ট দিচ্ছে না। কিন্তু ফ্ল্যাশ ব্যবহার হয় এমন অনেক সুন্দর ও কাজের ওয়েবসাইট রয়েছে। তাহলে কি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এ সাইটগুলো ভিজিট করতে পারবে না?

সাধারণভাবে মনে হবে এখন তা সম্ভব নয়। তবে কিছু কৌশল অবলম্বন করলে অ্যান্ড্রয়েড ডিভাইসে ফ্লাশ ব্যবহার হয় এমন ওয়েবসাইট দেখা সম্ভব।

এ টিউটোরিয়ালে অ্যান্ড্রয়ড ডিভাইসে ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল করার পদ্ধতি তুলে ধরা হলো। তবে প্রক্রিয়াটি একটু দীর্ঘ।

Techshohor Youtube

প্রথমে  এ লিংকে গিয়ে এপিকে- তে ক্লিক করতে হবে।

2

এরপর নতুন একটি পেইজ ওপেন আসবে সেখান থেকে “flash” এ যেতে হবে।

121313

যেখান থেকে adobe flash player11.1 ফাইলটি ডাউনলোড করতে হবে।

Screenshot_2

ডাউনলোড করে সফটওয়্যারটি মোবাইল ডিভাইসে ইন্সটল করে নিতে হবে।

এবার  এখান থেকে ডলফিন ব্রাউজারটি ইন্সটল করে নিতে হবে। এ ব্রাউজারটি অ্যান্ড্রয়েডের জন্য বেশ জনপ্রিয়। এটি ফ্ল্যাশ সাপোর্ট করে।

ব্রাজউটজারটির সেটিংয়ে গিয়ে “web content”-এ যেতে হবে।

333

এরপর “flash player” এ গিয়ে “always on” অপশনটি নির্বাচন করে দিতে হবে।

213123

তাহলে আর কোনো সমস্যা ছাড়াই এ ব্রাউজার ব্যবহার করে ফ্ল্যাশ ওয়েবসাইট ভিজিট করা যাবে।

 আরও পড়ুন

অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারের জরুরি সংস্করণ

আইফোনের কাড়াকাড়িতে অ্যাপল স্টোর ক্র্যাশ

অ্যান্ড্রয়েড মোবাইলে ভিডিও দেখার অ্যাপ এমএক্স প্লেয়ার

*

*

আরও পড়ুন