![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঈদ-উল-আযাহা উপলক্ষে বাল্ক এসএমএস বিশেষ ছাড় ঘোষণা করেছে কানেক্ট বাংলাদেশ। প্রতিষ্ঠানটির এ ঈদ অফারে এখন প্রতিটি এসএমএস ৭০ পয়সায় পাঠানো যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে কানেক্ট বাংলাদেশ জানায়, ঈদ শুভেচ্ছা বা পণ্যের প্রচারের জন্য বাল্ক এসএমএস সেবা এখন সমাদৃত। এই বাল্ক এসএমএসে নিজস্ব প্রোফাইল তৈরি নামও তৈরি করা যায়।
এসএমএসটি সার্ভার নম্বরের বদলে প্রোফাইল নাম প্রদর্শিত হবে। এতে ম্যাসেজটি খোলার আগেই নির্ধারিত নাম বা প্রতিষ্ঠানটির বিষয়ে মানুষ জানতে পারে।
কানেক্ট বাংলাদেশের কর্মকর্তারা জানান, জের নামে এসএমএস পাঠানোর প্রযুক্তিকে বাল্ক এসএমএস সিস্টেম বলা হয়। বর্তমানে বিভিন্ন টেলিকম অপারেটরসহ অনেক প্রতিষ্ঠানই এই সেবা দিয়ে থাকে।
প্রতিষ্ঠান ও পণ্য পরিচিতি, অনুষ্ঠানের খবর, বিভিন্ন উৎসবে নিজের পরিচিতিতে এ বাল্ক এসএমএস করে থাকেন অনেকে।