![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে রংটা আরপি৮০ থারমাল রিসিপ্ট পস প্রিন্টার এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস । আকারে ছোট এই প্রিন্টারটি সহজে বহনযোগ্য।
কম্পিউটার সিটি টেকনোলজিস জানিয়েছে, প্রায় শব্দহীন এই প্রিন্টারটি প্রতি সেকেনেড ২৫০এমএম হাই-স্পিডে ছবি এবং ক্যারেকটার প্রিন্ট করতে সক্ষম। এতে রয়েছে অটো পেপার কাটার যার মাধ্যমে সম্পুর্ণ এবং আংশিক পেপার কাটাও সম্ভব।
প্রিন্টারটিতে পেপার আউট এলার্ম এবং প্রিন্ট প্রোমট সাপোর্ট সুবিধা রয়েছে। ইজি পেপার লোডার, প্যারালাল, সিরিয়াল, ইউএসবি এবং ইথারনেট অপশনাল ইত্যাদি সুবিধাও আছে এতে। প্রিন্টারটির দাম পড়বে ১২ হাজার ৫০০ টাকা।
ফখরুদ্দিন মেহেদী
আরও পড়ুন:
এইচপির মাল্টিফাংশনাল প্রিন্টার এনেছে স্মার্ট
পুরনোর বদলে নতুন প্রিন্টার দিচ্ছে স্যামসাং
স্যামসাং সিএলপি-৩৬৫ডব্লিউ : স্বস্তায় কাজের প্রিন্টার হলেও কালার প্রিন্টে দুর্বল
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি