প্লে স্টোরে এল এআর ফান

এআর-টেকশহর

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোনের ক্যামেরাকে আকষণীয় করে তুলতে সনির তুলনা নেই। জাপানি প্রযুক্তি নিমার্তা প্রতিষ্ঠানটি সব সময় ক্যামেরায় নিত্য নতুন ফিচার দিয়ে ব্যবহারকারীদের চমকে দেয়। এরই অংশ হিসাবে সনি ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্সপেরিয়া জেড থ্রির ক্যামেরায় যোগ করে বিশেষ এআর ফান ফিচার। বহুল আলোচিত এ ফিচারের অ্যাপ্লিকেশন অবশেষে গুগল প্লে স্টোরে উম্মুক্ত করা হয়েছে।

এআর ফান অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ছবি তোলার সময় সরাসরি মজাদার সব ইফেক্ট যুক্ত করা যাবে। আঙ্গুলের সাহায্যে ট্যাপ করে ছবি তোলার সময় ছবিতে  সব ইফেক্ট যুক্ত করা যাবে। চমৎকার থ্রিডি ইফেক্ট থাকায় যা বাস্তব মনে বলে মনে হবে।

এআর-টেকশহর

Techshohor Youtube

অ্যাপটি প্লে স্টোরে  রেটিং ৪.৭। এ থেকে বোঝা যাচ্ছে কতটা জনপ্রিয়তা পেয়েছে অ্যাপ্লিকেশনটি। তবে এটি কেবলমাত্র সনির এক্সপেরিয়া স্মার্টফোন ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।

 এ ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহারকারীরা এআর অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে  পারবেন।  অ্যাপ্লিকেশনটির সাইজ ২১ মেগাবাইট।

– ফোন এরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন