সার্ভিস নিয়ে বাংলালিংকের ভিডিও টিউটোরিয়াল চালু

বাংলালিংক লোগো-টেকশহর

অনন্য ইসলাম, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এফএনএফ সার্ভিসের সামগ্রিক বিষয় নিয়ে টিউটোরিয়াল চালু করেছে বাংলালিংক। ইউটিউবে একটি চার মিনিট দুই সেকেন্ডের একটি ভিডিও দিয়ে নতুন এ সেবা চালু করেছে দ্বিতীয় গ্রাহক সেরা অপারেটরটি। এটির ভিডিও লিংকটি ফেইসবুকেও শেয়ার করা হয়েছে।

টিউরোরিয়ালের এবারের বিষয় এফএনএফ। এতে দেখানো হয়েছে, কিভাবে এফএনএফ করা যায়। কিভাবে তা বদলানো যায় বা এফএনএনের তালিকা থেকে একটি নম্বর বাদ দেওয়া যায়।

বাংলালিংক লোগো-টেকশহর

Techshohor Youtube

এতে কিভাবে স্পেসাল এফএনএফ করা যায় এবং তা কিভাবে বাদ দেওয়া বা বদলানো যায় সেটি সহজভাবে তুলে ধরা হয়েছে।

এসএমএস করে বা গ্রাহক নিজেই কয়েকটি বাটন প্রেস করে এফএনএফ-এ সকল সেবা বদলাতে পারে।

বাংলালিংক জানিয়েছে শুধু এফএনএফ নয়, অন্যান্য যেসব সেবার বিষয়ে মানুষের আগ্রহ আছে সেগুলো নিয়েও এমন টিউটোরিয়াল চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও সেবা নিয়ে টিউটোরিয়াল করা হবে।

বাংলালিংকের ফেসবুক পেইজ বাংলালিংক মেলায় টিউটোরিয়াল সংক্রান্ত ঘোষণা দেওয়ার পর সেটি অন্যান্য বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহবান জানানো হয়েছে।

*

*

আরও পড়ুন