![]() |
শাহরিয়ার হৃদয়, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডেলের জনপ্রিয় নোটবুক সিরিজ ইন্সপিরনের মিড রেঞ্জের একটি ল্যাপটপ এন৩৫৪২। ইউজার ফ্রেন্ডলি এ নোটবুককে শিক্ষার্থীরা পড়াশোনার কাজে বা অন্যরা অফিসিয়াল কাজে ব্যবহার করতে পারেন স্বাচ্ছন্দ্যে। মোটামুটি সাশ্রয়ী দামের সঙ্গে রয়েছে এক বছরের ওয়ারেন্টি।
ডিজাইন
সম্পূর্ণ ম্যাট ব্ল্যাক ডিজানের ল্যাপটপটি দেখতে বেশ আকর্ষণীয়। আকারে বেশ বড় হওয়ায় ও প্রান্তগুলো চারকোণা হওয়ায় বহন করতে কিছুটা সমস্যা হতে পারে। ওজন ২.০১ কেজি।
আরও পড়ুন : বিভিন্ন পণ্যের প্রডাক্ট রিভিউ দেখতে ক্লিক করুন এ লিংকে
ডিসপ্লে
এতে আছে ১৫.৬ ইঞ্চির এলইডি ব্যাকলিট ডিসপ্লে। ট্রুলাইফ প্রযুক্তির ডিসপ্লেতে রয়েছে ১৩৬৬*৭৬৮ পিক্সেল রেজুল্যুশন। ডিসপ্লের ওপর ১ মেগাপিক্সেল ওয়েবক্যাব রয়েছে।
কানেক্টিভিটি
ব্লুটুথ, বিএনজি ওয়াই-ফাইয়ের পাশাপাশি এর ইন্টারফেসে আছে দুটি ইউএসবি ৩.০ পোর্ট, দুটি ইউএসবি ২.০ পোর্ট, এইচডিএমআই হেডফোন আউটপুট। এছাড়া ডিভিডি রাইটার আছে। টাচপ্যাড মোটামুটি রেসপন্সিভ, কিবোর্ড ব্যাকলিট নয়।
কনফিগারেশন
চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর আই৩-৪০০৫ইউ প্রসেসর ব্যবহার করা হয়েছে এতে, যার ক্লক রেট ১.৭ গিগাহার্জ। গ্রাফিক্স ইন্টেল এইচডি ৪৪০০ ও র্যাম ২ গিগাবাইট। হার্ডডিস্ক ৫০০ জিবি, গতি ৫৪০০ আরপিএম।
ওয়েভস ম্যাক্সঅডিও ৪ প্রযুক্তির স্টেরিও স্পিকার থেকে বেশ চমৎকার সাউন্ড পাওয়া যাবে।
পারফরম্যান্স
সর্বশেষ প্রযুক্তির প্রসেসরের ফলে এর পারফরম্যান্স যথেষ্ট মসৃণ ও গতিশীল। তবে ২ জিবি র্যাম অনেক কাজের ক্ষেত্রে কিছুটা কমই বলতে হবে। অনেক কাজ একসাথে করতে গেলে বা ফটোশপ, ইলাস্ট্রেটরের মতো ভারী সফটওয়্যার ব্যবহার করতে গেলে বেশ স্লো হয়ে যেতে পারে পিসি।
এ ছাড়া বিল্ট-ইন গ্রাফিক্স কার্ডের ফলে গেইমিং পারমফরম্যান্স তেমন ভালো নয়। সাধারণ গ্রাফিক্সের মাঝারি ধরনের গেইমগুলো কেবল খেলা যাবে। মূলত অফিসিয়াল কাজে ব্যবহারের জন্যই এটি বেশি উপযোগী।
ব্যাটারি
এর চার সেলের ব্যাটারি সাধারণ ব্যবহার চার ঘণ্টার মতো ব্যাকআপ দেবে।
নোটবুকটির বর্তমান দাম ৩৮ হাজার ৫০০ টাকা।
এক নজরে ভালো
– বড় ডিসপ্লে
– চতুর্থ প্রজন্মের প্রসেসর
এক নজরে খারাপ
– ব্যাকআপ টাইম কম
– র্যাম কম