![]() |
টেক শহর ডেস্ক : কম দামে আমজনতার সেট তৈরি করে হারানো বাজার পুনরুদ্ধারের চষ্টো করছে নকিয়া। এরই অংশ হিসেবে নকিয়াকে আশার আলো দেখাচ্ছে ‘আশা’ সিরিজের ফোনগুলো। গত বছরের আগস্টে বাজারে ছাড়ার পর ‘আশা ৩১১’ মডেলটি ভালোই ব্যবসা করেছে।
সিম্বিয়ানের ৪.০ সংস্করণ অপারেটিং সিস্টেমের সেটটিতে আছে এক গিগাহার্জ প্রসেসর, ২৫৬ মেগাবাইট রম, ১২৮ মেগাবাইট র্যাম, ৩.১৫ মেগাপিক্সেল ক্যামেরা, একসেলেরোমিটার ও প্রক্সিমিটি সেন্সর। এতে থ্রিজি প্রযুক্তি কাজ করবে। পাওয়া যাবে ধূসর, লাল, নীল, বাদামি ও সাদা রঙে।
বাংলাদেশের বাজারে এর দাম ১০ হাজার ৭০০ টাকা। সঙ্গে বিনা মূল্যে দেওয়া হবে একটি ব্লুটুথ হেডসেট।
-টেক শহর
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি