![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: তাইওয়ান বিক্রির জন্য নয় -বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ার ইলন মাস্ককে তাইওয়ানের পক্ষ থেকে এমনটা বলা হয়েছে । তাইওয়ান মূলত চীনের একটি অংশ – ইলনের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তাইওয়ানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।
চলতি সপ্তাহে অনুষ্ঠিত এক ব্যবসা সম্মেলনে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘শুনুন তাইওয়ান পিআরসি (পিপলস রিপাবলিক অব চায়না) কোন অংশ নয় এবং এটি অবশ্যই বিক্রির জন্য নয়। ইলন মাস্ক হাওয়াইকে তাইওয়ানের সাথে তুলনা করে বলেন ‘এটি চীনের একটি অংশ।’
চীন বহুদিন ধরেই স্ব-শাসিত দ্বীপ রাষ্ট্র তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে। এ দিয়ে গত বছর দুপক্ষের সম্পর্কে উত্তেজনা বেড়ে গিয়েছে।
তবে চীনের প্রতি ব্যবসায়িক আগ্রহ থাকা মাস্ক তাইওয়ানকে নিয়ে মন্তব্য এই প্রথম নয়। গত অক্টোবরেও তিনি বলেছিলেন তাইওয়ানের কিছু নিয়ন্ত্রন চীনের হাতে দিলে বেইজিং-তাইপে উত্তেজনা অল্প হলেও কমবে।
এদিকে মাস্কের কোম্পানি ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা টেসলার সাংহাইয়ের একটি বিশাল ম্যানুফ্যাকচারিং কারখানা রয়েছে।
গত মে মাসে মাস্ক চীন সফরে এসেছিলেন। সেসময় তিনি চীনের উচ্চপদস্ত কর্মকর্তা ও পররাষ্ট্র মন্ত্রনালয়কে বলেছিলেন চীনে ব্যবসা সম্প্রসারনের আগ্রহ রয়েছে তার। তার এ সফর বিগত কয়েক বছরে তিক্ত হয়ে উঠা চীন- যুক্তরাষ্ট্রের সম্পর্কে ইতিবাচক হাওয়া দিয়েছে।
বিবিসি/আরএপি
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি