![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সব শিক্ষার্থীদের জন্য একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) কোর্স চালু করতে যাচ্ছে। জানা গেছে, কোর্সটিতে নন-টেকনিক্যাল এআইর বিষয়ে শিক্ষাসহ তা প্রয়োগের বিষয়গুলো শিক্ষার্থীদেরকে শেখানো হবে।
কোর্সটি ক্লাসিক্যল এক্সপার্ট সিস্টেম থেকে শুরু করে তত্তাবধানে শিক্ষার জন্য বিশ্বের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে ডাটা সংগ্রহ এবং নিজস্ব তথ্যসংগ্রহসহ মানব ইনপুটের অন্যান্য ভূমিকা উন্মোচন করবে।
ইউনিভার্সিটি অব আলবার্টার প্রেসিডেন্ট এবং ভাইস চ্যান্সেলর বিল ফ্লানাগান সম্প্রতি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন ইউনিভার্সিটি অব আলবার্টা এবং আলবার্টা মেশিন ইন্টেলিজেন্স ইনস্টিটিউট স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষার্থীদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এভরিওয়্যার নামে একটি কোর্স চালু করেছে। কোর্সটিতে আগ্রহীদের রেজিস্ট্রেশনের কাজ চলছে। আগামি জানুয়ারি মাস থেকে কোর্সটি শুরু হবে। এটি মূলত ফার্স্ট ইন কানাডা এআই সার্টিফিকেশন চালুর একটি ধাপ।
ইউনিভার্সিটি অব আলবার্টা এবং আলবার্টা মেশিন ইন্টেলিজেন্স ইনস্টিটিউট জানিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এভরিওয়্যার কোর্সটি চালুর মধ্য দিয়ে নতুন অধ্যায়ের উন্মোচন হলো। কোর্সটির পাঠ্যক্রম সব বিভাগের শিক্ষার্থীদের এআই সম্পর্কিত প্রয়োজনীয় জ্ঞান দিবে এমনভাবেই সাজানো হয়েছে।
বর্তমানে এআই নিয়ে সব খাতেই মাতামাতি চলছে। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে অর্থ সব খাতেই এআই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এই কোর্সটির মাধ্যমে প্রযুক্তির অংশ ছাড়া এআই বোঝানো এবং এআই সম্পর্কিত দক্ষতার ঘাটতি পূরণে এটি কোথায় কোথায় ব্যবহার করা যায় তা শেখা যাবে। শুধু তাই নয় তীব্র প্রতিযোগিতার চাকুরীরর বাজারে কোর্সটির শিক্ষার্থীরা এগিয়ে থাকবে বলে জানা গিয়েছে।
আগামি বছরের জানুয়ারিতে শীতের সময়ে এই নন-টেকনিক্যল অনলাইন কোর্সটি শুরু হবে। কোর্সটির মাধ্যমে মূলত শিক্ষার্থীদেরকে এআইর মৌলিক বিষয় এবং এগুলো কোথায় প্রয়োগ করা যাবে তা শেখানো হবে।
কোর্সটির বিষয়ে বলা হয়েছে, ‘সর্বপ্রথম কোর্সটিতে এআইয়ের ইতিহাস এবং মনোবিজ্ঞান, প্রাণীশিক্ষা, নিউরোসায়েন্স এবং কম্পিউটিং সায়েন্সের সাথে এআইয়ের বহুবিভাগীয় সংযোগ সূচনার বিষয় শেখানো হবে। শিক্ষার্থীরা এর মাধ্যমে এই আধুনিক প্রযুক্তির মৌলিক বিষয়গুলো শিখবে। এটি ডাটা সংগ্রহ এবং বিভিন্ন বিভাগে হিউম্যান ইনপুটের একটি নবদিগন্তের সূচনা করবে।’
এডমন্টনজার্নাল/আরএপি