স্মার্ট বাংলাদেশ অনলাইন কুইজ প্রতিযোগিতা, নিবন্ধন শেষ ২০ সেপ্টেম্বর

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষ্যে জাতীয়ভাবে শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ অনলাইন কুইজ প্রতিযোগিতা’২৩ এর নিবন্ধন শুরু হয়েছে।

কুইজ প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৩ ।

তিনটি গ্রুপে ৮-তদুর্ধ্ব বছর বয়সী সকল বাংলাদেশী নাগরিক এতে অংশগ্রহণ করতে পারবে। বয়স অনুযায়ী গ্রুপ কঃ ৮-১২ বছর, গ্রুপ খঃ ১৩-১৮ বছর এবং গ্রুপ গঃ ১৯-তদুর্ধ্ব বছর।

Techshohor Youtube

তিনটি গ্রুপের (ক, খ, গ) প্রত্যেকটিতে ৭জন করে সর্বমোট ২১জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।

কুইজ শুরু করার পর একজন প্রতিযোগী পরবর্তী ২১ মিনিট সময় পাবে। একজন প্রতিযোগী একবার ই অংশ নিতে পারবেন।

গ্রুপ ক – ২৪ সেপ্টেম্বর, গ্রুপ খ – ২৫ সেপ্টেম্বর ২০২৩ এবং গ্রুপ গ- ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৯টার মধ্যে যে কোনো ২১ মিনিট সময়ের জন্য লগইন করে কুইজে অংশগ্রহণ করতে হবে।

অনলাইনে আবেদনের ঠিকানা কুইজ স্মার্ট বাংলাদেশ

*

*

আরও পড়ুন