ডলারের চলতি রেটে স্পেকট্রাম কিনতে চায় না জিপি-রবি

গ্রামীণফোন ও রবির লোগো, ছবি : ইন্টারনেট

আল-আমীন দেওয়ান : নতুন করে স্পেকট্রাম কেনার বিষয়ে বিটিআরসিকে নিজেদের মতামত জানিয়েছে গ্রামীণফোন ও রবি।

দুই অপারেটরই বিটিআরসিকে জানিয়েছে, তারা ২০২২ সালের ৩১ মার্চের নিলামে যে দামে স্পেকট্রাম কিনেছিল সেই দামেই স্পেকট্রাম কিনতে চান।

দুই অপারেটরের শীর্ষ কর্মকর্তারা বিটিআরসিকে এই মতামত জানানোর বিষয়টি টেকশহর ডটকমকে নিশ্চিত করেছেন। এরআগে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ টেকশহর ডটকমকে জানিয়েছিলেন, গ্রামীণফোন ও রবিকে ২০ মেগাহার্টজ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে অপারেটর দুটির মতামত চাওয়া হয়েছে।

Techshohor Youtube

গ্রামীণফোন ২০২২ সালের ৩১ মার্চের নিলামে ২ দশমিক ৬ গিগাহার্টজ স্পেকট্রাম কিনেছিল ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারে। রবিও একই পরিমান স্পেকট্রাম কিনেছিল একই দামে। বিটিআরসি এখনও ডলার হিসেবে সেই দামই রেখেছে আর তা কেনার দিন ডলার রেট অনুযায়ী।

ডা ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার টেকশহর ডটকমকে বলেছিলেন, ‘ডলারের যে রেট সেটাই দিতে হবে। টাকায় দিতে হলে ডলার রেটে দেবে। আমাদের প্রাইস হচ্ছে ডলারে, এটা তো কমানো যায় না।‘

ইস্যু এখন এই ডলারের রেট। সেই সময় (৩১ মার্চ ২০২২) ডলার রেট ছিল ৮৬ দশমিক ১৪ টাকা আর এখন (২৬ আগস্ট ২০২৩) ১০৯ দশমিক ৮৩ টাকা। টাকার হিসাবে তা প্রতি ডলারে ২৩ টাকারও বেশি।

এখন দুই অপারেটরই বলছে, তারা যে দামে সর্বশেষ স্পেকট্রাম কিনেছেন সে দামেই নতুন ওই স্পেকট্রাম কেনার আবেদন করেছেন। এখানে ডলারকে ভিত্তি ধরে আগের দাম রাখলেও দাম তো এক থাকছে না। ডলারে দাম পরিশোধ করতে গেলে সেই বাড়তি রেটে ডলার কিনতে হবে আবার টাকায় পরিশোধ করতে গেলে ডলারের বিপরীতে বাড়তি টাকা দিতে হবে।

বিটিআরসি অপারেটর দুটির মতামত পেয়েছে তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসেনি তারা।

বছরখানেক আগে ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডের ৪০ মেগাহার্টজ স্পেকট্রামের জন্য বিটিআরসির কাছে আবেদন করেছিল দুই অপারেটর। সম্প্রতি সেই স্পেকট্রাম বরাদ্দের সিদ্ধান্ত নেয় কমিশন।

সেখানে ৪০ মেগাহার্টজের মধ্যে জিপি ২০ এবং রবি ২০ মেগাহার্টজ পাবে। যার দাম ঠিক হয় ১৫ বছরের জন্য প্রতি মেগাহার্টজ ৬ দশমিক ৫ মিলিয়ন ডলার।

জিপির ও রবিকে বরাদ্দ দিতে যাওয়া এই স্পেকট্রামের মেয়াদ থাকছে তাদের ফোরজি লাইসেন্সের মেয়াদ থাকা পর্যন্ত বা ২০৩৩ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এর মধ্যে অতিরিক্ত সব পাওনা একসঙ্গে পরিশোধ করলে মেয়াদ ২০৩৭ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বাড়বে।

বরাদ্দের পর শুরুতে ১০ শতাংশ দাম পরিশোধের পর বাকি অর্থ ৯টি সমান কিস্তিতে ২০৩৩ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে পরিশোধ করা যাবে। আর বার্ষিক স্পেকট্রাম চার্জ প্রথম বছরে দিতে হবে না, দ্বিতীয় বছর হতে নিয়মানুযায়ী পরিশোধ করতে হবে।

এরআগে ২০২২ সালের ৩১ মার্চে স্পেকট্রাম নিলামে গ্রামীণফোন ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডে ৬০ মেগাহার্টজ স্পেকট্রাম, রবিও ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডে ৬০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছিল।

*

*

আরও পড়ুন