থ্রেডসের ওয়েব ভার্সন চালু করছে মেটা

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: থ্রেডসের একটি ওয়েব সংস্করন উন্মোচন করেছে মেটা। সামাজিক যোগাযোগ প্লাটফর্ম টুইটারের প্রতিদ্বন্দ্বী থ্রেডসকে পুনরায় চাঙ্গা করে তুলতেই এ পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি। গত জুলাইয়ে পথচলা শুরুর পর ব্যাপক সাড়া ফেললেও ব্যবহারকারীরা সন্তুষ্ট না হওয়ায় প্লাটফর্মটি ঝিমিয়ে পড়ে।

থ্রেডস নিয়ে শুরুতে ব্যাপক আগ্রহ থাকলেও কিছু সীমাবদ্ধতার কারণে ব্যবহারকারীরা দ্রুত এটি ত্যাগ করতে থাকে। মেটা জানিয়েছে থ্রেডসে নতুন নতুন ফিচার যুক্ত করার কর্মপ্রয়াসের একটি অংশ এই ওয়েব ভার্সন। অবশ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন গ্রাহকের আগ্রহ ফিরিয়ে আনতে মেটাকে আরো কাজ করতে হবে।

মেটার প্রধান মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ‘আগামি কয়েকদিনের মধ্যেই এটি চালু হবে।’ থ্রেডসের ওয়েব ভার্সনটি পুরোদমে চালু হওয়ার পর ব্যবহারকারীরা সেখানে পোস্ট লিখতে পারবেন। নিজের ফিড দেখতে এবং অন্যজনের থ্রেডসে প্রতিক্রিয়া জানাতে পারবেন। তবে প্রাথমিকভাবে মোবাইল অ্যাপসের অন্যান্য দিকগুলি এখানে পাওয়া যাবে না। যেমন- ব্যবহারকারীরা তাদের প্রোফাইল এডিট অথবা এর সিস্টার প্লাটফর্ম ইনস্টাগ্রামের সরাসরি ম্যাসেঞ্জার প্লাটফর্মে থ্রেড পাঠানো যাবে না।

Techshohor Youtube

মেটা জানিয়েছে, অ্যাপের ওয়েব এবং মোবাইল অভিজ্ঞতা একইরকম করতে আসছে সপ্তাহগুলোয় এর কার্যকারিতা আরো বাড়ানো হবে। থ্রেডস আবির্ভূত হওয়ার এক সপ্তাহের মধ্যে ১০০ মিলিয়ন ব্যবহারকারী এতে সাইন আপ করে। তবে গত জুলাইয়ে ব্যবহারকারীরর সংখ্যা অর্ধেকে নেমে আসে। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের সত্তাধিকারী টেক জায়ান্ট মেটা আশা করছেন ওয়েব ভার্সন উন্মোচনের ঘোষণায় ব্যবহারকারীরা আবার ফিরে আসবে।

বিবিসি/আরএপি

*

*

আরও পড়ুন