কারাগারে খাবারের অভাবে এফটিএক্সের প্রতিষ্ঠাতা ব্যাংকম্যান

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: কারাগারে রীতিমতো খাবারের অভাবে রয়েছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্সের প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান-ফ্রায়েড। এমনকি সেখানে তাকে ঠিকমতো প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হচ্ছে না বলে দাবি করেছেন তার আইনজীবি। আর এসব কারনেই প্রতারণা মামলায় শুনানীতে অংশ নেয়া ফ্রায়েডের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে বলে তার আইনজীবি জানিয়েছেন।

নতুন একটি অভিযোগপত্রে উল্লেখিত সাতটি ফৌজদারী অভিযোগের দোষ স্বীকার করেন নি ব্যাংকম্যান। এমনই পরিস্থিতিতে ব্যাংকম্যান কারাগারে পর্যাপ্ত খেতে পারছেন না বলে দাবি করেছেন তার আইনজীবি। উল্লেখ্য, দুই সপ্তাহ আগে ব্যাংকম্যানের জামিন বাতিল করা হয়। বিচারক জানিয়েছেন ‘আসামী কমপক্ষে দুইবার স্বাক্ষীদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছে এমন কথা বিশ্বাস করার সম্ভাব্য কারণ রয়েছে।’ সাবেক বিলিয়নিয়ারের আইনজীবি মার্ক কোহান জানিয়েছেন, ব্রুকলিন মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে পর্যাপ্ত খাবারের অভাবের কারণে তার আইনজীবি শুনানীতে অংশগ্রহনের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারছে না। আগামি অক্টোবর মাস থেকে এই শুনানী শুরু হওয়ার কথা। তিনি আরো বলেন, ব্যাংকম্যান ফ্রায়েড শুধুমাত্র রুটি ও পানির ওপর টিকে রয়েছেন।

আইনজীবি কোহান আরো বলেছেন, ব্যাংকম্যান-ফ্রায়েডকে তার ডিফিসিট হাইপারঅ্যাকটিভ ডিসঅর্ডার (এডিএইচডি) ওষুধ অ্যাডেরাল সরবরাহ করা হয় নি এবং বিষন্নতা কাটানোর ওষুধ এমাসামও পর্যাপ্ত পরিমান দেয়া হয় নি। ম্যাজিস্ট্রেট জজ সারাহ নেটবার্ন বলেছেন, ব্যাংকম্যানের ওষুধের বিষয়টি নিয়ে ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট ব্যুরো অব প্রিজন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।

Techshohor Youtube

ব্যুরো অব প্রিজনস কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্দীদের জন্য ‘উপযুক্ত’ স্বাস্থ্যসেবা, ওষুধ এবং গরম খাবারের ব্যবস্থা ছিলো। এদিকে মঙ্গলবার নিউ ইয়র্কে আদালতের শুনানীতে নতুন অভিযোগে সাতটি ফৌজদারি অভিযোগে দোষ স্বীকার করেন নি ব্যাংকম্যান। ‘কিং অব ক্রিপ্টো’ নামে পরিচিত ব্যাংকম্যানকে এ সময় পায়ে বেড়ি এবং কারাগারের পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। একজন সাংবাদিকের সাথে সাবেক সঙ্গী ও সহকর্মী ক্যারোলিন এলিসনের ব্যক্তিগত লেখা শেয়ার করার পরই ব্যাংকম্যানকে কারাগারে পাঠানো হয়। ব্যাংকম্যান ফ্রায়েডের ব্যবসায়িক প্রতিষ্ঠান অ্যালামেডার প্রধান নির্বাহি ছিলেন এলিসন। নিজের দোষ স্বীকার করে এলিসন ব্যাংকম্যানের বিরুদ্ধে স্বাক্ষ্য দিতে রাজি হন।

নতুন অভিযোগপত্রে ২০২২ সালে এফটিএক্স বিধ্বস্ত হওয়ার পেছনে জালিয়াতি ও ষড়যন্ত্র করার জন্য ব্যাংকম্যানের বিরুদ্ধে সাতটি অভিযোগ গঠন করা হয়েছে। উল্লেখ্য, এফটিএক্স বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি কোম্পানি। মোট ৩২ বিলিয়ন ডলার মূল্যমানের কোম্পানিটি গত বছরের ১১ নভেম্বর দেউলিয়া ঘোষণার আবেদন করে। যা গোটা ক্রিপ্টোকারেন্সি বাজারকে বড় ধরনের ঝড়ের মুখে ফেলে দেয়।

বিবিসি/আরএপি

*

*

আরও পড়ুন