অ্যান্ড্রয়েড ফোনটিকে যেভাবে ব্লুটুথ মাউস ও কীবোর্ড হিসেবে ব্যবহার করা যায়

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে একটি ব্লুটুথ মাউস অথবা কীবোর্ড হিসেবে ব্যবহার করা যায়। এটি উইন্ডোজ ল্যাপটপ, ম্যাকস, ক্রোমবুকস, স্মার্ট টিভিসহ নিয়মিত ব্লুটুথ কীবোর্ড অথবা মাউসের সাথে যুক্ত করা যায় এমন সবক্ষেত্রে ব্যবহার উপযোগি।

এজন্য যা করতে হবে-

অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ ডাউনলোড করে নিতে হবে

Techshohor Youtube

অ্যান্ড্রয়েড ফোন অথবা ট্যাবলেটে শুধুমাত্র একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এরপর রিসিভিং ডিভাইসটি অন্যান্য যেকোন ব্লুটুথ অথবা মাউসের মতো করেই সংযুক্ত হতে পারে। তবে সবচেয়ে ভালো ফলাফলের জন্য রিসিভিং ডিভাইসে ব্লুটুথ ফোর থাকতে হবে। আরো যা যা থাকতে হবে- –

-অ্যান্ড্রয়েড ৪.৪ অথবা এরচেয়ে বেশি

– অ্যাপল আইওএস ৯,

-আইপ্যাডওএস ১৩ অথবা এরচেয়ে বেশি (শুধুমাত্র কীবোর্ড সমর্থন করে)

-উইন্ডোজ ১০ অথবা উইন্ডোজ ৮ – ক্রোম ওএস

প্রথমেই অ্যান্ড্রয়েড ফোন অথবা ট্যাবে গুগল প্লে স্টোর থেকে সার্ভারলেস ব্লুটুথ কীবোর্ড কীবোর্ড অ্যান্ড মাউস ফর পিসি/ফোন ডাউনলোড করতে হবে।

অ্যাপটি ওপেন করার পর ৩০০ সেকেন্ডের জন্য অন্যান্য ব্লুটুথ ডিভাইসে আপনার ডিভাইসটি দৃশ্যমান করার অনুরোধ জানিয়ে শুভেচ্ছাবার্তাসহ একটি বার্তা আসবে। পরবর্তী প্রক্রিয়া শুরু করতে ‘অ্যালাউ’ বাটনে চাপ দিতে হবে। এরপর মেন্যু ওপেন করতে উপরে বাম দিকে তিনলাইনের হ্যামবার্গার মেন্যু আইকন সিলেক্ট করতে হবে। মেন্যু থেকে ব্লুটুথ ডিভাইস’ সিলেক্ট করতে হবে। পর্দার ডানপাশে ভেসে থাকা ‘সেটআপ রিমোট ডিভাইস’ অথবা ‘অ্যাড ডিভাইস’ বাটনে আলতো চাপ দিতে হবে।

পিসির সাথে ফোনের সংযোগ দেয়া উপরোক্ত প্রক্রিয়ার পর নিশ্চিত করতে হবে রিসিভিং ডিভাইসটি ব্লুটুথ পেয়ারিং মোডে রয়েছে। রিসিভিং ডিভাইসের ব্লুটুথ সেটিংস ওপেন করে পেয়ারিং মোড চালু করা যায়। উইন্ডোজ ১১ এবং উইন্ডোজ ১০ এরজন্য সেটিংস মেন্যু ওপেনের পর ডিভাইস ও ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইস অপশনটিতে যেতে হবে।

অ্যান্ড্রয়েড অ্যাপে ফিরে যাওয়ার পর সার্চিং মেন্যুতে ডিভাইস দৃশ্যমান হবে; এটি সিলেক্ট করতে হবে। উভয় ডিভাইসে পেয়ারিং কোড মিলেছে কিনা তা নিশ্চিত করতে বলা হবে। কোড মিলে গেলে উভয় ডিভাইসের মেন্যু অ্যাকসেপ্ট করতে হবে। অ্যান্ড্রয়েড ডিভাইসটি সফলভাবে সংযুক্ত হলে ‘ইউজ দিস ডিভাইস’ লেখায় ক্লিক করতে হবে। রিসিভিং ডিভাইসে মাউসটি চালাতে স্ক্রিনের চারপাশে আঙ্গুল ঘুরালেই হবে। টেক্সট প্রবেশ করাতে হলে স্ক্রিনের ওপরে ডানপাশে কীবোর্ড আইকনটিতে ক্লিক করতে হবে। কীবোর্ড ব্যবহার করতে হলে অ্যাপে টেক্সট বক্স প্রবেশ করাতে হবে না।

আরএপি

*

*

আরও পড়ুন