অ্যান্ড্রয়েড ডিভাইসকে ক্রোমকাস্টে রূপান্তরিত করে যে অ্যাপ

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: গুগল পিক্সেল ট্যাবলেটকে পুরোপুরি নিখুঁত বলে বলা যায় না। তবে ট্যাবলেটটিতে এর জন্য একটি বিশেষ ফিচার নিয়ে আসা হয়েছে। এটি অ্যান্ড্রয়েডে বিল্ট-ইন ক্রোমকাস্ট ফিচারটির মতোই। যার মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির মতোই সরাসরি ফোন থেকে পিক্সেল ট্যাবলেটে সিনেমা অথবা ভিডিও নিয়ে আসা যায়। এজন্য শুধুমাত্র প্রয়োজন কাস্টরিসিভার অ্যাপ।

কাস্টরিসিভারের মাধ্যমে যেকোন অ্যান্ড্রয়েড ডিভাইসকে ক্রোমকাস্ট টার্গেটে পরিণত করা যায়। অ্যাপটি সম্প্রতি মিশাল রহমান নামে এক ব্যক্তি সামনে নিয়ে এসেছেন; যিনি কাস্টরিসিভার ব্যবহার করে একটি পুরনো অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে স্ট্রিমিং ডিসপ্লেতে রূপান্তরিত করেছেন। তিনি জানিয়েছেন কাস্টরিসিভার একটি ফোনকে ক্রোমকাস্ট অডিও রিসিভারে পরিণত করতে পারে।

এছাড়া ডব্লিউএসএ প্রটোকলের মাধ্যমে উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা তাদের কম্পিউটারে কাস্টরিসিভার চালাতে পারে। উইন্ডোজ এরই মধ্যে মিরাকাস্টের মাধ্যমে স্ট্রিমিং ফলো করে। তবে কাস্টরিসিভার অ্যাপকেও পুরোপুরি নিখুঁত বলা যাবে না। কারণ এখানে বৈধ ‘কাস্ট কী’ নেই; যারফলে এটি নেটফ্লিক্স অথবা প্রাইম ভিডিওর মতো ডিআরএম সুরক্ষিত কনটেন্ট স্ট্রিম করতে পারে না।

Techshohor Youtube

এছাড়া যে ডিভাইসে কাস্টরিসিভার চালানো হবে সেটিকে ক্রোমকাস্ট টার্গেট হিসেবে ব্যবহারের পূর্বে অবশ্যই আনলক করে নিতে হবে। এছাড়া ডিভাইসটিতে এই অ্যাপ পাঁচমিনিটের বেশি ব্যবহার করতে হলে চার ডলার অর্থ পরিশোধ করতে হবে।

গুগল প্লে স্টোর থেকে কাস্টরিসিভার ডাউনলোড করা যাবে। সফটমিডিয়া নামের ডেভেলপার কোম্পানি কাস্টরিসিভার অ্যাপটি তৈরি করেছে।

আরএপি

*

*

আরও পড়ুন