নতুন কেনা আইফোনটি সংস্কার করা কিনা যেভাবে বুঝবেন

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : আইফোন কেনার পর প্রায়ই মনে হয় এটি একেবারে নতুন ডিভাইস ছিলো নাকি পুরনোটা ঠিকঠাক করে নেয়া হয়েছে? এটি বোঝার খুব সহজ উপায় রয়েছে।

আইফোন মডেল নাম্বার বের করা

সেটিংস অ্যাপ ওপেন করে জেনারেল লেখাটিতে নেভিগেট করতে হবে। অ্যাবাউট লেখাটিতে চাপ দেয়ার পর নাম, সফটওয়্যারের সংস্করন এবং মডেল নম্বরসহ আইফোনটির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য চলে আসে। মডেল নম্বরটি খুব মনযোগের সাথে দেখতে হবে। কারণ এই মডেল নম্বর দিয়েই আইফোনের অরিজিন সম্পর্কে জানা যাবে।

Techshohor Youtube

-মডেল নম্বরটি যদি এম বর্ণ দিয়ে শুরু হয় তাহলে বোঝতে হবে এটি অ্যাপল থেকে একেবারে নতুন কেনা হয়েছে ।

– মডেল নম্বরটি এফ দিয়ে শুরুর মানে ডিভাইসটি অ্যাপল অথবা অন্য কোন কোম্পানির মাধ্যমে সংস্কার করা হয়েছে ।

– পি বর্ণ দিয়ে মডেল নম্বর শুরু হলে বোঝতে হবে এটি পারসোনালাইজড আইফোন হিসেবে বিক্রি হয়েছিল।

– মডেল নম্বরটি যদি এন বর্ণ দিয়ে শুরুর অর্থ কোন ত্রুটি পূর্ন আইফোনের পরিবর্তে এটি দেয়া হয়েছিল।

যদি বুঝতে পারেন আপনার আইফোনটি সংস্কার করা হয়েছে তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ অ্যাপল একটি কঠোর প্রক্রিয়ার মাধ্যমে সার্টিফায়েড রিফার্বিশড করা হয়; যারফলে এটি একদম নতুনের মতো হয়ে উঠে। ফোনের প্রতিটি ইউনিট খুব চমৎকারভাবে পরিস্কার করা হয়, প্রয়োজনে ভাঙ্গা যন্ত্রাংশ বদলে দেয়া হয় এবং ব্যাটারি ও বাইরের আবরনও পরিবর্তন করা হয়।

অ্যাপলের সার্টিফায়েড রিফার্বিশড পণ্যগুলো দেখতে এবং ব্যবহারের দিক থেকে একেবারেই নতুন আইফোনের মতো। তবে আইনগত বিষয়ের কারণে একদম নতুন হিসেবে অ্যাপল এগুলো বিক্রি করতে পারে না। এ ধরনের পণ্যগুলো তুলনামূলক অনেক কমদামে পাওয়া যায়। ফলে এ ধরনের পণ্য কেনা বেশ লাভজনক।

এটিঅ্যান্ডটি এবং ভেরিজনের মতো কোম্পানিগুলোও আইফোন সংস্কার করে অল্পদামে বিক্রয় করতে পারে। তবে তারা অ্যাপলের মতো ফোনের ব্যাটারি পরিবর্তন করতে পারে না অথবা নতুন করে ফোনের এক বছরের ওয়ারেন্টি দিতে পারে না। অ্যাপলের ওয়ারেন্টি সাইট থেকে ডিভাইসের সিরিয়াল নম্বর দিয়ে আইফোনটির ওয়ারেন্টি স্ট্যাটাস জানা যাবে।

থার্ড পার্টি রিফাব্রিশড ডিভাইস

আইফোনটি যদি অ্যাপলের অনুমোদন নেই এমন কোন স্বতন্ত্র কোম্পানির থেকে ঠিকঠাক করে নেয়া হয় তাহলে মডেল নম্বরটি প্রতিফলিত করবে না। হাতেগোনা কিছু থার্ড পার্টি ভেন্ডর অ্যাপলের মানদন্ড মেনে চলে। ফলে সম্ভব হলে থার্ড পার্টির সংস্কার করা ডিভাইস না কেনাই ভালো।

আরএপি

*

*

আরও পড়ুন