থার্ড পার্টি অ্যাপ ছাড়াই অ্যান্ড্রয়েডে স্ক্রিন রেকর্ড করা

অ্যান্ড্রয়েড ১১। ছবি : ইন্টারনেট

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: একটা সময় অ্যান্ড্রয়েট ফোনে স্ক্রিন রেকর্ড করা বেশ কঠিন একটি বিষয় ছিলো। শুধুমাত্র থার্ড পার্টি অ্যাপের সহায়তা নিয়েই স্ক্রিন রেকর্ড করা যেতো। এ নিয়ে হতাশ ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড ১১ সংস্করনটি। এখানে বিল্ড ইন অ্যান্ড্রয়েড স্ক্রিন রেকর্ডার টুল রয়েছে। তবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ১১ অথবা এর পরবর্তী সংস্করন চালু রয়েছে এমন অ্যান্ড্রয়েড ফোন অথবা ট্যাবলেটে স্ক্রিন রেকর্ডার টুলটি ব্যবহার করা যাবে।

অ্যাপ ছাড়াই অ্যান্ড্রয়েডে যেভাবে রেকর্ড স্ক্রিন করা যাবে ।

অ্যান্ড্রয়েডের বিল্ড ইন স্ক্রিন রেকর্ডিং টুলটি কুইক সেটিংস থেকে পাওয়া যাবে। এটি অ্যাপ ড্রয়ার থেকে খোলা যাবে না। তাই স্ক্রিন রেকর্ডার ব্যবহারের আগে এটিকে দ্রæত সেটিংস প্যানেলে নিয়ে যেতে হবে। অবশ্য এ প্রক্রিয়াটি কি ডিভাইস ব্যবহার করা হচ্ছে তারওপর নির্ভর করবে। স্যামসাং গ্যালাক্সি ফোনে কুইক সেটিংস প্যানেলটি পুরোপুরিভাবে পেতে হলে স্ক্রিনের ওপর থেকে নিচে দুইবার স্ক্রল করতে হবে।

Techshohor Youtube

এরপর উপরে ডানপাশে থাকা থ্রি ডট মেন্যুতে আলতো চাপ দিয়ে সেখান থেকে ‘এডিট বাটন’ লেখাটি সিলেক্ট করতে হবে। উপরে লেখা ‘মভায়এবল বাটনে’ ক্লিক করতে হবে। এরপর ‘স্ক্রিন রেকর্ডার’ বাটনে চাপ দিয়ে ধরে রেখে নিচের দিকে নামতে হবে এবং একে নিচে ফেলতে আঙ্গুল ছেড়ে দিতে হবে।

গুগল পিক্সেল ফোন এবং স্যামসাং ছাড়া অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে উপর থেকে নিচে দুইবার টানতে হবে এবং পেন্সিল আইকনটিতে চাপ দিতে হবে। এখন স্ক্রিন রেকর্ডারটি ব্যবহার করা যাবে। কুইক সেটিংস আবারো ওপেন করার জন্য স্ক্রিনের ওপর থেকে নিচে আবার টেনে নামাতে হবে। এরপর স্ক্রিন রেকর্ডার টাইলটিতে আলতো চাপ দিতে হবে। একটি মেন্যু আসবে যেখানে কিছু অপশন থাকবে।

যেসব অপশন দেখা যাবে- – ডিভাইস অডিও/মিডিয়া: ডিভাইসে থাকা অডিও রেকর্ড করা

মাইক্রোফোন: ডিভাইস মাইক্রোফোনের সাহায্যো ব্যবহারকারী এবং তার চারপাশের জিনিস রেকর্ড করা –

ডিভাইস অডিও/ মিডিয়া অ্যান্ড মাইক্রোফোন: ডিভাইসের অডিও এবং

মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ড করা –

নান (টোগল অফ): অডিও রেকর্ড করা হবে না।

সর্বশেষ ‘স্টার্ট’ অথবা ‘স্টার্ট রেকর্ডিং’ বাটনে চাপ দিতে হবে এবং এরপর কাউন্টডাউন হতে দেখা যাবে। যখন রেকর্ড করা শেষ হবে তখন নোটিফিকেশন দেখতে স্ক্রিনের ওপর থেকে নিচে স্ক্রল করতে হবে এবং ‘স্টপ’ লেখায় ক্লিক করতে হবে। আরো সহজে রেকর্ড বন্ধ করতে নোটিফিকেশনে চাপ দিলেই হবে। ব্যস হয়ে গেলো। রেকর্ডিংটি ডিভাইসের ‘মুভিস’ অথবা ‘স্ক্রিন রেকডিং’ ফোল্ডারে সেভ হয়ে থাকবে।

ইন্টারনেট/আরএপি

*

*

আরও পড়ুন