![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শুক্রবার ভারতের ব্যাঙ্গালোরে বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর ফোরাম জি-২০ সম্মেলনে “Digital public infrastructure (DPIs) for a vibrant Digital Economy” বিষয়ক এক গোলটেবিল বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন।
পলক বলেন, বাংলাদেশের ডিজিটাল ইকোনমিতে ডিপিআই এর গুরুত্ব অনেক। রেলওয়ে, শিক্ষা, স্বাস্থ্য ,জুডিশিয়ারি, কৃষি, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে ভারত সহ বিভিন্ন দেশ ও সংস্থার পারস্পরিক সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই।
বৈঠকে আইসিটি প্রতিমন্ত্রী একটি প্রাণবন্ত ডিজিটাল অর্থনীতির জন্য ডিজিটাল পাবলিক অবকাঠামোর গুরুত্বও তুলে ধরেন।
গোলটেবিল বৈঠকে ভারতের কেন্দ্রীয় রেল যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব, জি-২০ ভুক্ত ভিভিন্ন দেশের এবং জাতিসংঘ, ইউএনডিপিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
বৈঠকে বিভিন্ন দেশের আলোচকগন ডিজিটাল ইকোনমিতে ডিপিআই এর গুরুত্ব সম্পর্কে বলেন। এছাড়া ওপেন প্লাটফর্মের মাধ্যমে কৃষি , শিক্ষা, স্বাস্থ্য , জুডিশিয়ারির , ফিনটেক প্রযুক্তিসহ ভিভিন্ন প্রযুক্তি শেয়ার, পলিসি, সাইবার সিকিউরিটির নিয়ে পারস্পরিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ও গ্লোবাল প্রবলেম সলভিং প্লাটফর্ম তৈরির বিষয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, জি-২০, বিশ্বের প্রধান প্রধান উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর ফোরাম। ১৯টি দেশ এবং ইইউ নিয়ে গঠিত ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।
আরও পড়ুন
বাংলাদেশ – ভারত লেনদেনে স্মার্ট প্রযুক্তির উদ্ভাবনে যৌথ অংশীদার হতে পলকের আহ্বান
ডেটার নিরাপত্তায় বিনিয়োগ বাড়াতে হিরানন্দানি’র প্রতি আহ্বান পলকের