লেট ফির ৪৩০ কোটি টাকায় ‘ছাড়’ পাবে বাংলালিংক !

আল-আমীন দেওয়ান : অডিট আপত্তির বিপুল পাওনা পরিশোধে যে লেট ফি ও ইন্টারেস্ট নিয়ে ‘বিরোধ’ তৈরি হয়েছিল সেখানে ‘ছাড়’ পেতে পারে বাংলালিংক।

এই ‘ছাড়’ বাংলালিংকের চাওয়া অনুযায়ী পুরোটা হবে না। তবে ছাড় দেয়া হবে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অডিট ইস্যুতে বাংলালিংকের কাছে বিটিআরসির যে পরিমাণ টাকা পাওনা এতে মূল টাকার চেয়ে লেট ফি ও ইন্টারেস্টই বেশি। এখানে অপারেটরটি মূল টাকা পরিশোধ করে লেট ফি ও ইন্টারেস্টের টাকায় পুরো ছাড় চেয়ে আসছিল।

Techshohor Youtube

বাংলালিংকের কাছে অডিট আপত্তিতে মোট পাওনা দাবি ৮২৩ কোটি ৫ লাখ ৬ হাজার ১৫৫ টাকা। এরমধ্যে বিটিআরসির পাওনা ৮১১ কোটি ৩১ লাখ ৫৬ হাজার ১৭৩ টাকা। যেখানে মূল পাওনা হলো ৩৮০ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ১১২ টাকা । বাকি ৪৩০ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ২১ টাকা হলো লেট ফি ও ইন্টারেস্ট।

বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার  ড. মুশফিক মান্নান চৌধুরী টেকশহর ডটকমকে বলেন, ‘বিটিআরসি আইন ফলো করবে। যে পেনাল্টি হবে তা আরোপিত হবে। এই পেনাল্টির বিষয়ে বাংলালিংক কী চায়, সেটা নিয়ে তাদের আবেদন করতে হবে সরকারের কাছে। এই সিদ্ধান্ত সরকারের।’

‘টেলিযোগাযোগ খাতের উন্নয়ন ও উদ্ভাবনে বিটিআরসি দায়িত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং যাবে। এ খাত হতে যত বেশি রেভিনিউ আসবে তত বেশি তা দেশের উন্নয়নে কাজে লাগবে’ বলছিলেন তিনি।

ডা ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার টেকশহর ডটকমকে বলছেন, ‘বাংলালিংক এই অডিটের পাওনা ইস্যু নিয়ে এসেছিল। তারা যেটা বলেছে, তাদের কাছে পাওনা দাবিই করা হয়েছে ২০২২ সালে, সেখানে যদি ২০১১ সাল হতে জরিমানা করা হয়-এটা তাদের ন্যায়সঙ্গত অধিকার হতে বঞ্চিত করা হবে।’

’এই প্রেক্ষিতে তাদের বলা হয়েছে, আপনারা আবেদন করেন, আমরা বিবেচনা করবো। যদিও ১১ বছর আগেরই পাওনা, এটা পাওনাই। কিন্তু এটাও সত্যি কথা যার কাছে টাকা পাবো তাকে বলাই হয়নি যে, আমি টাকা পাবো। অতএব এর পেছনে যুক্তি আছে, আমরা বিষয়টি বিবেচনা করবো।’ বলছিলেন মন্ত্রী।

মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা তাদের বলেছি মূল টাকা দিতে, এতে আবার জরিমানায় পড়বে না তারা। ইতোমধ্যে তারা মূল টাকা দিচ্ছে, বিটিআরসি তা গ্রহণ করছে।’

‘আর লেট ফি-সুদ হয়তো পুরোটা মওকুফ করা হবে না তবে কিছু না কিছু কনসিডার করা হবে। আমরা মনে করি, বাংলালিংকের এই ক্লেইমটা যৌক্তিক আর যৌক্তিক ক্লেইমটা আমরা যুক্তি দিয়েই দেখবো। সেখানে আমি আমার সরকারের পাওনাও বঞ্চিত করবো না, আবার কারও উপর অযৌক্তিক কিছুও চাপাবো না।’ বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।

বাংলালিংকের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা বলছেন, তারা শুরু হতেই লেট ফি ও ইন্টারেস্টের টাকা পুরোটা ছাড় চেয়ে আসছেন। তাদের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, মূল পাওনা হতে তারা ২২৭ কোটি ৭৩ লাখ ২৩ হাজার ৮১৯ টাকা কোনো শর্ত ছাড়া ধাপে ধাপে পরিশোধ করে যাবেন। আর বাকি ২০০ কোটি টাকা তারা তখনই দেবেন যখন তারা লেট ফি ও ইন্টারেস্ট মওকুফ পাবেন।

বিটিআরসির কাছে করা বাংলালিংকের আবেদন অনুযায়ী তারা মোট ৪২৭ কোটি ৭৩ লাখ ২৩ হাজার ৮১৯ টাকা ( ৩৮০ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ১১২ টাকা মূল এবং ৪৭ কোটি ১৪ লাখ ৬৬ হাজার ৬৬৭ টাকা অন্যান্য ফি) পরিশোধ করতে চায়।

*

*

আরও পড়ুন