ব্যাংক কার্ডের পিন চেয়ে টেলিযোগাযোগ মন্ত্রীকে কল প্রতারকের

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রতারকের পাল্লায় পড়েছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

সোমবার ব্যাংক কার্ডের পিন চেয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীকে মোবাইলে কল করে এক প্রতারক।

মোস্তাফা জব্বার টেকশহর ডটকমকে জানান, একটি আইপি নম্বর হতে আমাকে কল করা হয়। প্রতারক নিজেকে ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তা পরিচয় দেয়। সে বলে, চার ডিজিটের কার্ডের পিন নম্বর এখন ছয় ডিজিট করা হয়েছে, তাই এটি ঠিক করতে পিন নম্বর চান তিনি।

Techshohor Youtube

মন্ত্রী জানান, আমি নতুন কার্ড পেয়েছি, নতুন পিন সেট করেছি এসব অত্যন্ত গোপনীয় তথ্য প্রতারক কীভাবে জানলো- এ বিষয়ে ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) কাছে আমি জানতে চেয়েছি। তাদের বলেছি, তাদের সিস্টেমের মধ্যেই প্রতারকদের যোগশাজস রয়েছে।

মোস্তাফা জব্বার বলেন, ব্যাংক জানিয়েছে, দু’দিন ধরে শুধু ইস্টার্ন ব্যাংককে নয়, আরও ব্যাংকের নামেই এমন ফোনকল করে প্রতারণার বেশ চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ১৫ আগস্ট ধরে যে সাইবার সাইবার হামলার যে হুমকি দেওয়া হয়েছে, এটি তার একটি অংশ হতে পারে।

মন্ত্রী সবাইকে সতর্ক থাকতে বলেছেন এবং এ বিষয়ে সচেতনতার জন্য ফেইসবুকে পোস্টও দিয়েছেন।

*

*

আরও পড়ুন