সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ঠেকাবে ফেইসবুক

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে সাম্প্রদায়িতকতা, বিদ্বেষ, সহিংসতা, গুজব ঠেকাতে কাজ করবে ফেইসবুক।

বৃহস্পতিবার মেটার (ফেইসবুকের মূল প্রতিষ্ঠান) তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গনমাধ্যমকে এ কথা জানান।

তিনি জানান, ‘মূলত ব্যাপারটা ছিল ফেইসবুকে যেসব অপপ্রচার হয়, সেই অপপ্রচারগুলো কীভাবে রোধ করা যায়। বিশেষ করে ঘৃণাসূচক মন্তব্য, সাম্প্রদায়িকতা বা অন্যান্য যেসব ভায়োলেশন হয়। সেগুলো তারা (মেটা) ডিলিট করবে, রিমুভ করে দেবে, ব্লক করবে। মূলত এই ছিল মিটিং এর বিষয়।’ 

Techshohor Youtube

নির্বাচন ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশে মেটার হেড অব পাবলিক পলিসি রুজান সারোয়ার (Ruzan Sarwar), হেড অব এপিএসি গ্লোবাল রেসপন্স আইদান হয় এবং রেগুলেটরি স্পেশালিস্ট ইউজিন পোহ উপস্থিত ছিলেন। 

বৈঠকে মেটার তিন কর্মকর্তা

চলতি বছরের ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন হবে। তফসিল ঘোষণা হবে অক্টোবরের পরে। 

অশোক কুমার দেবনাথ জানান, তফসিল ঘোষণার পর থেকে ইসির সহায়তায় মেটা তাদের কার্যক্রম শুরু করবে। 

তিনি বলেন, ‘আমাদের কাছে যেটা নেগেটিভ প্রতীয়মান হবে, আমরা তাদেরকে জানাব; তারা সেটাকে রিমুভ করে দেবে। শুধুমাত্র নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কনটেন্ট বিষয়ে এমন পদক্ষেপ নেওয়া হবে। তফসিল ঘোষণার পর এই কার্যক্রম শুরু হবে।’ 

অতিরিক্ত সচিব জানান, ফেইসবুক কর্তৃপক্ষের আগ্রহেই এ সভা হয়েছে। 

*

*

আরও পড়ুন