![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে ভারতের অডিও ওয়্যারেবল ব্র্যান্ড ‘বোট’ এর ব্লুটুথ স্পিকার এনেছে ডিএক্স গ্রুপ।
স্টোন ১৩৫ মডেলের স্পিকারটিতে রয়েছে ৮০০ মিলি অ্যাম্প্যেয়ার ব্যাটারি ব্যাক-আপ, যার মাধ্যমে ব্যবহারকারীরা ১ বার ফুল চার্জে ১১ ঘণ্টা পর্যন্ত নন-স্টপ গান উপভোগ করতে পারবে।
ডিভাইসটিতে পোর্টেবল লাইট ওয়েট এবং টিডাব্লিএস ফিচার রয়েছে ব্যবহারকারীদের জন্য। রয়েছে এক বছরের ওয়ারেন্টি। দাম ১৯৯৯ টাকা।
ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, আমরা এ সময়ের তরুণদের কথা মাথায় রেখে ডিজিটাল লাইফস্টাইল পণ্য নিয়ে কাজ করছি।
১ বছরের ব্রান্ড ওয়ারেন্টি সহ আকর্ষণীয় সব ফিচারের সমন্বয়ে বোট এর ১৭টি এক্সক্লুসিভ স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট পাওয়া যাবে দেশের বাজারে সব রিটেইল চ্যানেল ও অনলাইনে। বোট এর বিভিন্ন মডেলের এসব ডিজিটাল লাইফস্টাইল গ্যাজেটে থাকছে টপ নচ টেকনোলজি, যা ব্যবহারে তরুণদের লাইফস্টাইল গ্যাজেট নির্ভর চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
২,৯৯৯ টাকায় ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ, ৪,৪৯৯ টাকায় নয়েস ক্যান্সেলেশন এয়ারবডস ও ২,৯৯৯ টাকায় ওভারহেড হেডফোন পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি