স্মার্টফোনের আঁচড় দূর করা যায় পাঁচ উপায়ে

করোনা মোকাবিলায় ফোর রাখুন জীবাণুমুক্ত। ছবি : ইন্টারনেট

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হাত থেকে পড়ে গিয়ে কিংবা অন্য কোনোভাবে শখের স্মার্টফোনটির ডিসপ্লে বা অন্য কোনো অংশে আঁচড় লাগেত পারে। এতে ব্যবহারকারীদের মন খারাপ হওয়া স্বাভাবিক। তবে একদম হতাশ হওয়ার কিছু নেই। কিছু কৌশল জানা থাকলে খুব সহজে আচড়গুলো দূর করা যায়।

স্মার্টফোনের আচড় দূর করতে কার্যকরী পাঁচটি উপায় তুলে ধরা হলো এ টিউটোরিয়ালে।

তবে উপায়গুলো অনুসরণের আগে হ্যান্ডসেটটি বন্ধ করে নিতে হবে। এছাড়া ডিভাইসের ভেতরে তরল পদার্থ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

Techshohor Youtube

spring-clean-your-phone-210414-de_496_496_90

ব্রাসো, সিলভো ও অন্যান্য পলিশ
পলিশ ভেজানো তোয়ালে দিয়ে আঁচড়যুক্ত স্থানটি মুছে নেওয়া যেতে পারে। তবে স্ক্রিনের কোটিং যেন নষ্ট না হয় সেক্ষেত্রে সর্তক থাকতে হবে। এজন্য খুব বেশি জোরে মোছা যাবে না।

টুথপেস্ট
এক টুকরো নরম সুতি কাপড়ে সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে আঁচড় পড়া স্থানে ঘষে দাগ দূর করা যায়। কিছুক্ষণ ঘষার পর দাগ উঠে গেলে আরেকটি ভেজা কাপড় দিয়ে বাড়তি টুথপেস্ট মুছে ফেলতে হবে।

মনে রাখতে হবে এ ক্ষেত্রে জেল জাতীয় টুথপেস্ট ব্যবহার না করাই ভালো।


গাড়ির আঁচড়ের দাগ দূর করার ক্রিম

যাদের গাড়ি আছে তারা নিশ্চই গাড়ির দাগ দূর করতে টার্টল ওয়্যাক্স, ৩এম স্ক্র্যাচ ও সোয়ার্ল রিমুভার ব্যবহার করে থাকেন। তবে সুখবর হচ্ছে এ ক্রিমগুলো দিয়ে মোবাইলের আঁচড়ের দাগও দূর করা যাবে।

এক টুকরো নরম কাপড়ে ক্রিম নিয়ে আঁচড়ের উপর রেখে ঘষতে হবে।

ভেজিটেবল ওয়েল
ছোট স্ক্র্যাচের ক্ষেত্রে ব্যবহার করা যাবে ভেজিটেবল ওয়েল। আঁচড়ের ওপর এক ফোটা অয়েল নিয়ে মুছে ফেলতে হবে।

বেকিং সোডা
প্রথমে একটি পাত্রে ২ ভাগ বেকিং সোডা ও এক ভাগ পানি মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। এরপর তা পরিষ্কার নরম কাপড় দিয়ে আঁচড়ের উপর ঘষা দিয়ে মুছতে হবে।

দাগ দূর হলে গেলে পরিষ্কার কাপড় দিয়ে পেস্টগুলো মুছে দিতে হবে।

আরও পড়ুন

হাই এন্ড নয়, স্মার্টফোনের পরের লড়াই দাম নিয়ে

অ্যান্ড্রয়েড ডিভাইস গতিময় রাখার পাঁচ টিপস

অ্যান্ড্রয়েডের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর উপায়

*

*

আরও পড়ুন