ভিভোর ‘সার্ভিস ডে’ অফার ২০ জুলাই পর্যন্ত

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : গ্রাহক সেবায় সার্ভিস ডে’র বিশেষ অফার দিচ্ছে ভিভো। ১৮ জুলাই থেকে শুরু হওয়া এই অফার চলবে ২০ জুলাই পর্যন্ত।

তিন দিন ব্যাপি এ অফারটিতে থাকছে বিভিন্ন রকম আকর্ষনীয় সুবিধা। থাকছে ভিভোর নির্দিষ্ট পণ্যের ওপর মূল্যহ্রাস থেকে শুরু করে বিনামূল্যে গ্রাহক সেবাসহ নানা অয়োজন।

এই বিশেষ সুবিধা ভিভোর সব অথরাইজড সার্ভিস সেন্টার থেকে ভিভো ব্যবহারকারীরা পাবে।

Techshohor Youtube

ভিভোর স্মার্টফোনের বিশেষ কিছু মডেলের স্পেয়ার পার্টসে পাওয়া যাবে বিশেষ ডিসকাউন্ট অফার। চার্জার, ডেটা ক্যাবল, এয়ারফোনে ১০ শতাংশ মূল্যছাড়।

এক ঘন্টায় ফ্লাশ রিপেয়ার করা ছাড়াও ফ্রি ইউএসবি ওয়্যার সি-গ্রে টিপিই, ফ্রি প্রোটেক্টিভ ফিল্ম, ফ্রি সফটওয়্যার আপগ্রেড। পাশাপাশি স্মার্টফোনের পরিচর্যার জন্য বিনামূল্যে পাওয়া যাবে স্যানিটাইজেশন, ক্লিনিং ও ডিসইনফেকশন সার্ভিস। সার্ভিসিং এর সময়ে গ্রাহকের রিফ্রেশমেন্টের জন্য রয়েছে ফ্রি গেম সার্ভিস। এছাড়া গ্রাহকের জন্য রয়েছে বিশেষ উপহার।

*

*

আরও পড়ুন