![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঈদুল আজহার ছুটি শুরুর পর ঈদের আগের দিন পর্যন্ত ৫০ লাখ ৪৭ হাজার ২৩ জন মোবাইল গ্রাহক ঢাকা ছেড়েছেন।
এই সময়ে ঢাকাতে ঢুকেছেন ১৫ লাখ ১১ হাজার ৮৫ জন গ্রাহক।
এবার ঈদের ছুটি শুরু হয় ২৭ জুন হতে। ঢাকার বাইরে যাওয়া চার মোবাইল ফোন অপারেটরের গ্রাহকদের মধ্যে গ্রামীণফোনের ১৯ লাখ ৯৩ হাজার ৪৯৩ জন, রবির ১০ লাখ ৬৬ হাজার ১১৫ জন, বাংলালিংকের ১৭ লাখ ৮৭ হাজার ৯৮৮ জন এবং টেলিটকের ১ লাখ ৯৯ হাজার ৪২৭ জন ।
আর ঢাকার আসার মধ্যে গ্রামীণফোনের রয়েছে ৩ লাখ ৬১ হাজার ৩১১ জন, রবির ২ লাখ ৯ হাজার ৩৬২ জন, বাংলালিংকের ৮ লাখ ১৪ হাজার ৯৭৫ জন এবং টেলিটকের ১ লাখ ২৫ হাজার ৪৩৭ জন গ্রাহক রয়েছেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এই গ্রাহক বা সিম মুভমেন্টের হিসাব নিশ্চিত করেছেন।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি