ম্যাক্সিমাস আইএক্স : সর্বশেষ কিটক্যাট হলেও ডিসপ্লে, ক্যামেরায় পিছিয়ে

ম্যাক্সিমাস-আইএক্স-টেকশহর

শাহরিয়ার হৃদয়, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ম্যাক্সিমাসের কম দামের অ্যান্ড্রয়েড ফোনগুলো এন্ট্রি লেভেলের ইউজারদের কাছে বেশ জনপ্রিয়। কিছুদিন আগে বাজারে আসা আইএক্স মডেলটি আরও বেশি নজর কাড়তে পারে কম দামে চমৎকার ডিজাইন ও সর্বশেষ অপারেটিং সিস্টেমের হওয়ার জন্য।

ডিজাইন
ফ্ল্যাট ডিজাইনের ফোনটির পুরুত্ব মাত্র ৮.৬৫ মিলিমিটার। ফ্রন্টে কোনো ফিজিক্যাল বাটন নেই। দেখতে সব মিলিয়ে বেশ আকর্ষণীয়।

ম্যাক্সিমাস-আইএক্স-টেকশহর

Techshohor Youtube

ডিসপ্লে
এর স্ক্রিনের সাইজ সাড়ে চার ইঞ্চি। আইপিএস ডিসপ্লে ওজিএস (ওয়ান গ্লাস সল্যুশন) সাপোর্টেড হওয়ায় টাচ খুবই রেসপন্সিভ।

কানেক্টিভিটি
ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই সুবিধার পাশাপাশি এতে আছে ওয়াই-ফাই, হটপস্ট, ব্লুটুথ ৪.০, জিপিএস এফএম রেডিও। সেন্সরের মধ্যে আছে গ্র্যাভিটি, প্রক্সিমিটি ও লাইট সেন্সর।

ক্যামেরা
এর প্রধান ক্যামেরা ৮ মেগাপিক্সেল, সাথে এলইডি ফ্ল্যাশ রয়েছে। অটোফোকাস সাপোর্ট করে। ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল।

কনফিগারেশন
কোয়ার কোর ১.৩ গিগাহার্জ ক্লকরেটের প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে, সঙ্গে মালি ৪০০ গ্রাফিক্স প্রসেসর। র‍্যাম ১ জিবি, রম ৮ জিবি যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

পারফরম্যান্স
ফোনটির আকর্ষণীয় দিক হচ্ছে সর্বশেষ অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪ অপারেটিং সিস্টেম। কোয়াড কোর প্রসেসর থাকায় মোটামুটি মসৃণ গতিতে কিটক্যাট চালাতে পারবেন। তবে র‍্যাম কম হওয়ায় মাল্টিটাস্কিং বা হাই কোয়ালিটি গেইমিংয়ে সমস্যা হতে পারে।

এ ছাড়া এর ডিসপ্লেও তুলনামূলক ছোট বলা যায়। ক্যামেরার ফিচার খুব কম।

ব্যাটারি
২ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে।

ম্যাক্সিমাস আইএক্স এখন পাওয়া যাচ্ছে ৯ হাজার ৬০০ টাকায়।

এক নজরে ভালো
– সর্বশেষ অ্যান্ড্রয়েড ওএস
– মোটামুটি চলনসই পারফরম্যান্স

এক নজরে খারাপ
– ছোট ডিসপ্লে, র‍্যাম কম
– ক্যামেরায় ফিচার তেমন নেই

*

*

আরও পড়ুন